For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোজভ্যালি তদন্তে আজ ফের শুভ্রা কুণ্ডুকে জেরা তদন্তকারী অফিসারদের

রোজভ্যালি তদন্তে আজও গৌতম-পত্নী শুভ্রা কুণ্ডুকে জেরা চালাচ্ছে তদন্তকারীরা। এখনও বেশকিছু মিসিং লিঙ্কের খোঁজে সোমবার দক্ষিণ কলকাতায় শুভ্রা কুণ্ডুর আবাসনে গিয়ে জেরা করা হয়।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৬ ফেব্রুয়ারি : রোজভ্যালি তদন্তে আজও গৌতম-পত্নী শুভ্রা কুণ্ডুকে জেরা চালাচ্ছে তদন্তকারীরা। এখনও বেশকিছু মিসিং লিঙ্কের খোঁজে সোমবার দক্ষিণ কলকাতায় শুভ্রা কুণ্ডুর আবাসনে গিয়ে জেরা করা হয়। তাঁকে জেরা করছে কলকাতা পুলিশ ও এসটিএফের তদন্তকারী দল। এখনও ১৫ কোটি টাকা পাচারের তদন্তে অনেক তথ্য লুকিয়ে রয়েছে। সেই দিশা খুঁজে পেতেই জেরা চালানো হচ্ছে।

গত বুধবার থেকে দফায় দফায় বেশ কয়েকবার শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাটে গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে কলকাতা পুলিশ ও এসটিএফ। তারপর তাঁকে দফায় দফায় জেরা করেছে পুলিশ। ম্যাডাম রোজভ্যালিকে জিজ্ঞাসাবাদ করবে ইডিও।

রোজভ্যালি তদন্তে আজ ফের শুভ্রা কুণ্ডুকে জেরা তদন্তকারী অফিসারদের

রোজভ্যালি তদন্তে নিযুক্ত ইডি-র অফিসারের সঙ্গে শুভ্রা কুণ্ডুর ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ্যে আসাতেই যাবতীয় বিতর্ক দানা বেঁধেছে। তাই 'ম্যাডাম রোজভ্যালি' শুভ্রা কুণ্ডকেও জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। ইতিমধ্যে এই তদন্তে সিট গঠনও করা হয়েছে।

এদিকে কলকাতা পুলিশ দীর্ঘ জেরা করে শুভ্রা কুণ্ডুর কাছে জানতে চেয়েছে, তিনি রোজভ্যালির কত টাকা পাচার করেছেন, কীভাবে তা পাচার করেছেন। ওই ১৫ কোটির উৎস ও পাচার সম্বন্ধেও জানতে চায় পুলিশ। পুলিশ তদন্ত নেমে জানতে পেরেছে, প্রথমে শুভ্রা কুণ্ডুর অ্যাকাউন্ট নম্বরে টাকা আসত, তারপর সেই টাকা পাচার হয়ে যেত। সেই কারণেই শুভ্রা কুণ্ডুর সমস্ত অ্যাকাউন্ট খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ এ ব্যাপারে দফায় দফায় তদন্ত অনেক কিছু জানলেও, এখনও মিসিং লিঙ্কগুলি মেলাতে পারেননি। তাই আবারও জিজ্ঞাসাবাদের পরিকল্পনা নেওয়া হয়। সেই পরিকল্পনা মতেই জেরা চলছে আজও।

English summary
Today, the investigating officers investigate further to Shuvra kundu.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X