For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাশে থাকুন পাশে নয়! স্লোগান তুলে খাস কলকাতার বুকে নীরব প্রতিবাদ আইএনটিইউসির

পাশে থাকুন পাশে নয় এই স্লোগান শোনা গেল খাস কলকাতার বুকে। বউ বাজার ক্রসিং সংলগ্ন এলাকায়।কারা দিলেন এই স্লোগান এক হাতে টিফিন বাটি বুকে লেখা "উই ওয়ান্ট প্রটেকশন নট সুপারস্টেশন"।

  • |
Google Oneindia Bengali News

পাশে থাকুন পাশে নয় এই স্লোগান শোনা গেল খাস কলকাতার বুকে। বউ বাজার ক্রসিং সংলগ্ন এলাকায়।কারা দিলেন এই স্লোগান এক হাতে টিফিন বাটি বুকে লেখা "উই ওয়ান্ট প্রটেকশন নট সুপারস্টেশন" অবশ্য আরও একটি হাতে চোখে পরলো গেরুয়া সাদা সবুজ রঙের বৃহৎ আকারের মোমবাতিও। রবিবারের ছুটির দিনে INTUC ওয়েস্ট বেঙ্গল সেল খাস কলকাতার বুকে এরকম এক নীরব প্রতিবাদ জানালেন।

পাশে থাকুন পাশে নয়! স্লোগান তুলে নীরব প্রতিবাদ আইএনটিইউসির

কি নিয়ে এই নীরব প্রতিবাদ INTUC West Bengal সেবাদলের প্রেসিডেন্ট প্রমোদ পান্ডের কথায় এখন রাজনীতি করার সময় নয়। শহর তিলোত্তমার বুকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসছেন বহু মানুষজন। তারা একসাথে জড়ো করে বহু মানুষকে খাবার দিচ্ছেন এর বিরুদ্ধে সোচ্চার আমরা এটা ফুড ডিস্ট্রিবিউশন না ভাইরাস ডিস্ট্রিবিউশন?

অসহায় মানুষদের বাঁচার জন্য খেতে দিচ্ছেন খাওয়ার বদলে ভাইরাস দিয়ে দিচ্ছেন না তো? তাদের পাশে থাকুন পাশে না মোদীজি বলছেন মোমবাতি জ্বালাতে। মোদিজীর কাছে আবেদন প্রোটেকশন দিন সুপারস্টেশন না।

তবে এক-দুবার মৃদুস্বরে ভেসে এসেছে পুলিশের নামেও স্লোগান
উর্দি স্যানিটাইজ করো
কালার না দেখে দুষ্কৃতিকারী দের ধরো আইএনটিইউসি পক্ষ থেকে গরিব মানুষদের পৌঁছানো হচ্ছে খাবার তবে গ্যাদারিং করে নয় বাড়ি বাড়ি গিয়ে
পশ্চিমবঙ্গ আইএন টি ইউ সি পাঁচজন সদস্যদের হাতে টিফিন বাটি অন্য হাতে নেভানো মোমবাতি নিয়ে এই অভিনব নিরব সচেতনতা বার্তা নিয়ে সামিল হতে দেখা গেল
তাদের কথায় মোদীজি রাত্রি ন'টায় মোমবাতি জ্বালাতে বলেছেন তাই মোদিজীর উদ্দেশ্যে আমরা মোমবাতি জ্বালালাম নিভানো অবস্থায় কোন রাজনীতি করছি না আবেদন জানাচ্ছি সকলের কাছে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি
পাশে থাকুন পাশে নয়
বাঁচাতে এসছেন মারতে নয়

English summary
INTUC raises slogan to aware Kolkata in Coronavirus situation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X