For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুখবর সরকারি কর্মীদের, দীপাবলির মুখে প্রাপ্তির ভাণ্ডার বৃদ্ধি একলাফে অনেকটাই

সরকারি কর্মীদের জন্য দীপাবলির মুখেই এল সুখবর। এবার বাড়তে চলেছে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার। এই সুদের হার বৃদ্ধিতে সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া লেগেছে।

Google Oneindia Bengali News

সরকারি কর্মীদের জন্য দীপাবলির মুখেই এল সুখবর। এবার বাড়তে চলেছে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার। এই সুদের হার বৃদ্ধিতে সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া লেগেছে। কেননা জিপিএফে সুদের হার একলাফে বেড়ে হল ৮ শতাংশ। এই বৃদ্ধিতে দু-বছর পর এই মাত্রা ছুঁল জিপিএফ সুদের হার।

সুখবর সরকারি কর্মীদের, দীপাবলির মুখে প্রাপ্তির ভাণ্ডার বাড়ল একলাফে অনেকটাইন

শেষ ২০১৭ সালের জানুয়ারি মাসে জিপিএফে সুদেরর হার ওই মাত্রায় পৌঁছেছিল। তারপরই কমতে শুরু করে সুদের হার। ২০১৮-র শেষে এসে আবার আট শতাংশ ছুঁল সুদের হার। যদিও ২০১৭-র আগে এই সুদের হার আরও বেশি ছিল। এবার ৭.৬ শতাংশ থেকে বেড়ে সুদের হার ৮ শতাংশ হয়েছে।

উল্লেখ্য, প্রতি তিনমাস অন্তর এই সুদের হার নির্ধারিত হয়। সেইমতো অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সুদের হারে এই পরিবর্তন লক্ষ্যণীয় হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের জন্য এই সুদের হার একই থাকে। ফলে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের কর্মীরাও এই বিশেষ সুবিধা পাবে। এর আগে ব্যাঙ্ক ও ডাকঘরেও সঞ্চয় প্রকল্পগুলোত সুদের হাত বেড়েছে।

এদিকে রাজ্য সরকারি কর্মীদের জমা পিএফের তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে এখনও রাজ্য ও কেন্দের মধ্যে দ্বন্দ্ব জারি রয়েছে। রাজ্য সরকার কেন্দ্রের কাছে ওই তহবিল নিয়ন্ত্রণের অধিকার চেয়েছিল। কিন্তু তা দিতে চায়নি কেন্দ্র। ওই নিয়ন্ত্রণ পেলে রাজ্য বিশেষ সুবিধা পেত। তা থেকে বঞ্চিতই রইল রাজ্য।

English summary
Interest of Provident fund of government employees are increases. The interest increases to 8 percent,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X