For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন অংশ! যানবাহন চলছে ধীর গতিতে

সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। আর তার জেরেই রাতভর বৃষ্টি কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। যার ফলে জলবন্দি কলকাতার বিভিন্ন অংশ। বিশেষ করে উত্তর কলকাতা। লকগেট খুলে চলছে জল নামানোর কাজ।

Google Oneindia Bengali News

সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। আর তার জেরেই রাতভর বৃষ্টি কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। যার ফলে জলবন্দি কলকাতার বিভিন্ন অংশ। বিশেষ করে উত্তর কলকাতা। লকগেট খুলে চলছে জল নামানোর কাজ। ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, কোনও জায়গাতেই গাড়ি চলাচল বন্ধ হয়নি। তবে তা চলছে ধীর গতিতে।

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন অংশ! যানবাহন চলছে ধীর গতিতে

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন অংশ। বেহালা, খিদিরপুর, ইএম বাইপাস, জল জমেছে সর্বত্রই। বেহাল দশা বেহালার শীলপাড়া, সখের বাজার এলাকায়।
অন্যদিকে উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট, মুক্তারামবাবু স্ট্রিট যেন নদী। ঠনঠনিয়ে, মহম্মদ আলি পার্কে হাঁটু জল জমেছে। সংলগ্ন আমহার্স্ট স্ট্রিট, রবীন্দ্র সরণিতেও জল জমে রয়েছে। সেন্ট্রাল এভিনিউ, এমজি রোডেও জল জমেছে।
শহরের আন্ডারপাসগুলিতে হাঁটু জল জমে রয়েছে। এর মধ্যে রয়েছে দমদম, কাঁকুড়গাছি।

কলকাতা পোর্ট এলাকায় জল জমেছে। তবে দক্ষিণ কলকাতায় সেরকম জল জমেনি বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

রাত বারোটা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ছটা পর্যন্ত আলিপুরে বৃষ্টি হয়েছে প্রায় ১০০ মিলি। অন্যদিকে একদিনে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১৪৭.৫ মিলি। যা দশ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১১ সালের ১৮ জুন ১৫৪ মিলি বৃষ্টি হয়েছিল।

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন অংশ! যানবাহন চলছে ধীর গতিতে

এদিকে, বাজ পড়ার প্রবণতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আবহবিদরা। তাঁরা বলেছেন, দূষণ যেভাবে বাড়ছে, তাতে ওজন স্তরে গর্ত হয়ে যাচ্ছে। সেই জন্যই বাজ পড়ার প্রবণতা বেড়েছে সাম্প্রতিক বছরগুলোতে। আর তাতে মানুষের মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

English summary
Intense spells of rain creates water logging in different parts of Kolkata on Tuesday morning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X