For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে পা রাখল ইনফোসিস! সোমবার থেকে শুরু কাজ

রাজারহাটে ইনফোসিস-এর ভবন তৈরির কাজ শুরু হচ্ছে সোমবার। প্রায় দু-মাস আগে ৫০ একর জমির দখল পেয়েছিল ইনফোসিস। এটার হবে রাজ্যে ইনফোসিসের প্রথম ভবন।

  • |
Google Oneindia Bengali News

রাজারহাটে ইনফোসিস-এর ভবন তৈরির কাজ শুরু হচ্ছে সোমবার। প্রায় দু-মাস আগে ৫০ একর জমির দখল পেয়েছিল ইনফোসিস। এটার হবে রাজ্যে ইনফোসিসের প্রথম ভবন। হিডকো সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ইনফোসিসের প্রতিনিধিরা শহরে পৌঁছে গিয়েছেন। হিডকোর এক আধিকারিক জানিয়েছেন, সোমবার থেকে পরের কয়েকদিন ধরে তাঁরা জমি পরিদর্শন করে মাটির পরীক্ষার কাজ করবেন। কাজের সময় হিডকোর প্রতিনিধিরা ইনফোসিসের প্রতিনিধিদের সঙ্গে থাকবেন বলে জানা গিয়েছে।

 রাজ্যে পা রাখল ইনফোসিস! সোমবার থেকে শুরু কাজ

জমি রেজিস্ট্রির কাজ হয়েছিল এবছরের ১৪ মার্চ। এরপরেই সরকারিভাবে জমি হাতে পায় ইনফোসিস। ৫০ একর জমির জন্য ইনফোসিস সব মিলিয়ে হিডকোকে দিয়েছে ৭৫ কোটি টাকা। একর প্রতি ১.৫ কোটি টাকা হিসেবে। বাম জমানাতে এই দর ধার্য করা হয়েছিল।

হিডকো সূত্রে জানা গিয়েছে, মাটি পরীক্ষার পরে জমিতে দেওয়াল দেওয়ার কাজ শুরু করবে ইনফোসিস। অফিস তৈরির কাজ শুরু হতে জুলাই মাস হয়ে যেতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ৩ বছরে ইনফোসিস প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে এখানে।

মুখ্যমন্ত্রীর ইচ্ছার প্রতি মর্যাদা দিতে, রাজ্যের নিজেস্ব সিলিকন ভ্যালি তৈরি করতে নিউটাউনে প্রায় ১০০ একর জমি চিহ্নিত করেছে হিডকো।

ইকো পার্কের কাছে অ্যাকশন এরিয়া টু-এর অন্তর্গত এলাকায় বড় জমি চিহ্নিত করেছে হিডকো, আইটি হাব তৈরির জন্য। শীঘ্রই এই জমিতে দেওয়াল দেওয়ার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

English summary
Infosys to start its building work on its New Town premises from Monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X