For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার হাসপাতালে বিরল অস্ত্রোপচার! চিকিৎসকরা প্রাণ ফেরালেন প্রৌঢ়ের

কলকাতায় বিরল অস্ত্রোপচার বেসরকারি হাসপাতালে। এই অস্ত্রোপচারের মাধ্যমে এক প্রৌঢ়ার অন্ত্রে ব্যাকটিরিয়া প্রতিস্থাপন করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় বিরল অস্ত্রোপচার বেসরকারি হাসপাতালে। এই অস্ত্রোপচারের মাধ্যমে এক প্রৌঢ়ার অন্ত্রে ব্যাকটিরিয়া প্রতিস্থাপন করা হয়েছে। অস্ত্রোপচারের পর রোগী ভাল আছেন। অস্ত্রোপচারটি হয়েছে সোনারপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডায়জেস্টিভ সায়েন্সেসে।

কলকাতার হাসপাতালে বিরল অস্ত্রোপচার! চিকিৎসকরা প্রাণ ফেরালেন প্রৌঢ়ের

প্রৌঢ় নমিতা মজুমদার দীর্ঘদিন ধরে ভুলছিলেন ডায়ারিয়ায়। সঙ্গে রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসকদের দেওয়া কোনও অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছিল না। সোনারপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডায়জেস্টিভ সায়েন্সেসের চিকিৎসকরা জানিয়েছেন, নানা পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে অন্ত্রে বেড়ে গিয়েছিল ক্ষতিকারক ব্যাকটিরিয়া। ক্লসট্রিডিয়াম ডিফিসিল নামে ব্যাকটিরিয়া খাদ্যনালীতে ক্ষত তৈরি করায় জীবণ সংশয় দেখা দেয়।

চিকিৎসকরা ফিকাল মাইক্রোবায়োটা ট্রান্সপ্ল্যান্ট পদ্ধতিতে বছর সত্তরের নমিতা মজুমদারের অন্ত্রে ব্যাকটিরিয়া প্রতিস্থাপন করেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডায়জেস্টিভ সায়েন্সেসের চিকিৎসকদের দাবি, পূর্বভারতে এই ধরনের অস্ত্রোপচার প্রথম।

হাসপাতালের চিকিৎসক সৃজন মজুমদার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সুস্থ মানুষের খাদ্যনালীতে ভাল ব্যাকটিরিয়াগুলি কাজ করে খারাপ গুলিকে দমিয়ে রাখে।
কিন্তু ওই রোগীর অন্ত্রে ভাল ব্যাকটিরিয়ার প্রভাব কমে গিয়েছিল। সেইজন্য সুস্থ মানুষের অন্ত্রে স্টুলের মধ্যে থেকে ভাল ব্যাকটিরিয়া সংগ্রহ করে ওই রোগীর দেহে
প্রতিস্থাপিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর কিছুদিনের মধ্যেই ওই রোগীকে ছুটি দিয়ে দেওয়া হবে।

English summary
Indian Institute of Liver and Digestive Sciences made rare successful operation and gave a new life to a old woman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X