For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও এক অভিনব উদ্যোগ! ভারতের প্রথম 'আর্বান ফরেস্ট' এবার রাজারহাটে

হিডকো রাজারহাটে দেশের প্রথম আর্বান ফরেস্ট তৈরি করতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

হিডকোর উদ্যোগে রাজ্যের মুকুটে যোগ হতে চলেছে আর এক সাফল্যের পালক। এক বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে হিডকো রাজারহাটে দেশের প্রথম আর্বান ফরেস্ট তৈরি করতে চলেছে।

আরও এক অভিনব উদ্যোগ! ভারতের প্রথম আর্বান ফরেস্ট এবার রাজারহাটে

সারা বিশ্বের দূষণের মাত্রা ক্রমবর্ধমান। ভারত তথা পশ্চিমবঙ্গ তার বাইরে নয়। যার ফলে বিশ্ব উষ্ণায়ন ক্রমশ লাগামছাড়া মাত্রায় চলে যাচ্ছে। সেই ভাবনাকে সামনে রেখে কলকাতার উপকণ্ঠে রাজারহাটে আর্বান ফরেস্ট গড়ার অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রচারের নতুন স্লোগান 'হিল দ্য আর্থ, ক্লিন ইজ আওয়ার বার্থরাইট'। অর্থাৎ সবুজ পৃথিবীকে বাঁচাতে আরও এক মহান উদ্যোগ।

জানা গিয়েছে, রাজারহাটে ৪ একর জমিতে এই বন তৈরি করা হবে। মোট ৮ হাজার ৫০০টি বৃক্ষরোপন করা হবে। যার ফলে ৫,২৭,০০০ কেজি কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে দূর হবে ও ৯,৫৪,০০০ কেজি অক্সিজেন বাতাসে ছড়িয়ে যাবে।

উৎসাহী মানুষরা এই ফরেস্টে এসে টাকা দিয়ে গাছ কিনে পুঁততে পারবেন। সেক্ষেত্রে মাত্র ৫০০ টাকা দিলেই হবে। বিনিময়ে সৌজন্য হিসাবে গাছের ফলকের উপরে ব্যক্তির নাম লেখা থাকবে।

English summary
India's first urban forest to be developed in Rajarhat area with 8500 trees
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X