For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের মুখে শুরু তৎপরতা! কালো টাকার হদিশ পেলেই জানান আয়করে

লোকসভা ভোটে কালো টাকার জোগান আটকাতে বিশেষ উদ্যোগ নিল আয়কর দপ্তর।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটে কালো টাকার জোগান আটকাতে বিশেষ উদ্যোগ নিল আয়কর দপ্তর। ভোটের কাজে যাতে কোনওভাবেই হিসাব বহির্ভূত টাকার ব্যবহার না হয়, সেজন্য আলাদা হেল্পলাইন খোলা হয়েছে। এদিন জানিয়ে দেওয়া হয়েছে, এই কাজে সাধারণ মানুষের সহযোগিতা যেমন প্রয়োজন, তেমনই তাদের প্রয়োজনেও পাশে দাঁড়াবে আয়কর বিভাগ।

ভোটের মুখে শুরু তৎপরতা! কালো টাকার হদিশ পেলেই জানান আয়করে

এদিন শুক্রবার কলকাতায় আয়কর ভবনে দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল ডিরেক্টর আশিস ভার্মা বলেন, সারা রাজ্যে ইতিমধ্যেই নির্বাচনের বিশেষ দায়িত্ব দিয়ে একশোর বেশি অফিসারকে নিয়ে দল গঠন করা হয়েছে। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের উপরে বিশেষ নজর রাখবে এই টিম। এই দলের সদস্যরাই যে শুধু নজরদারি চালাবেন তা নয়, এ ছাড়াও বিভিন্ন প্রান্তে তথ্য জোগাড়ে অনেক ইনফর্মারও নিয়োগ করা হয়েছে বলে জানান ভার্মা।

পাশাপাশি সাধারণ মানুষের কাছেও আয়কর দফতরের আবেদন, তাঁরা যদি কোথাও কালো টাকার লেনদেন হচ্ছে বলে জানতে পারেন তবে তাঁরাও যেন সেই তথ্য দিয়ে সাহায্য করেন। এর জন্য তৈরি করা হচ্ছে কন্ট্রোল রুম। যেখান থেকে ভোটে কালো টাকার ব্যবহার রুখতে ২৪ ঘণ্টা নিযুক্ত থাকবেন আধিকারিকরা।

এজন্য তিনটি ফোন নম্বর চালু করা হয়েছে বলেও জানান প্রিন্সিপাল ডিরেক্টর আশিস ভার্মা। বিশেষ টোল ফ্রি নম্বর ১৮০০৩৪৫৫৫৪৪ ছাড়াও, ৬২৮৯৭০২৯২২ এবং ৬২৮৯৭০৪১৪৬ মোবাইল নম্বরেও ফোন করে তথ্য জানাতে পারবেন যে কেউ। যাঁরা তথ্য দেবেন তাঁদের নাম গোপন রাখার আশ্বাসও দিয়েছে আয়কর দফতর।

English summary
Income Tax department asks citizen to inform about Black money used in elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X