For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নববর্ষেও বিকোচ্ছে না গনেশ মূর্তি, লকডাউনের জেরে মাথায় হাত কুমোরটুলির মৃৎশিল্পীদের

নববর্ষেও বিকোচ্ছে না গনেশ মূর্তি, লকডাউনের জেরে মাথায় হাত কুমোরটুলির মৃৎশিল্পীদের

  • |
Google Oneindia Bengali News

আর কয়েকদিন পরেই আসছে বাংলা নববর্ষ। এবার তার আগে মাথায় হাত কলকাতার কুমোর পাড়ার প্রতিমা নির্মাতাদের। করোনা লকডাউনের জেরে রুটি রুজি হারিয়ে চরম বেকায়দায় কুমোরটুলির কয়েকশো পরিবার।

শেষ মহূর্তে বাতিল হয়েছে বাসন্তী ও অন্নপূর্ণা পুজো

শেষ মহূর্তে বাতিল হয়েছে বাসন্তী ও অন্নপূর্ণা পুজো

এর আগে লকডাউনের ফলে শেষ মহূর্তে বাতিল হয়েছে বাসন্তী ও অন্নপূর্ণা পুজো। এদিকে প্রতিবছর নববর্ষে বেশ চাহিদা থাকে গনেশ মূর্তির। হাল খাতার মাঝেই ব্যবসায় হাল ফেরাতে বিভিন্ন জায়গায় চলে সিদ্ধিদাতার আরাধনা। এবার তাতেও কোপ।

১লা বৈশাখ নববর্ষেও গনেশ মূর্তি বিক্রিতে ভাটা

১লা বৈশাখ নববর্ষেও গনেশ মূর্তি বিক্রিতে ভাটা

কুমোরটুলির প্রতিমা নির্মাতারা জানাচ্ছেন শেষ মুহূর্তে পুজো বাতিল হওয়ায় হাজার হাজার বাসন্তী ও অন্নপূর্ণা প্রতিমা শহরের বিভিন্ন প্রান্তে ডেলিভারি করা সম্ভব হয়নি। এবার ১৪ই এপ্রিল অর্থাৎ ১লা বৈশাখ নববর্ষেও গনেশ মূর্তির ক্ষেত্রে একই চিত্র উঠে আসতে চলেছে।

রুটি-রুজি হারিয়ে দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

রুটি-রুজি হারিয়ে দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

কুমোরটুলির মৃৎশিল্পী জবা পালের গলাতেও এই প্রসঙ্গে ঝড়ে পড়ে তীব্র বিষাদের সুর। তার কথায়, " বিভিন্ন ব্যবসায়িক সমিতি যারা আগে থেকে বায়না দিয়ে রাখে তারা ফোন করে জানাচ্ছে অর্ডার বাতিল করছে। ৫০ জনেরও বেশি জায়গা থেকে ফোনে বলা হয়েছে তারা এ বছর গনেশ মূর্তি কিনবেন না। এখন যদি গোটা অঞ্চলের দশ জন কারিগড়ের কাছে ঘুরে দেখেন তাহলে দেখতে পাবেন গড়ে ৫০০টি অরাডার বাতিল হয়েছে।"

English summary
idol makers of kumartuli stare at losses as cancellation rises before bengali new year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X