For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থানাতেই আত্মহত্যার চেষ্টা! স্বামী খুনে অভিযুক্ত স্ত্রী ভর্তি হাসপাতালে

সোনারপুর থানার লকআপেই আত্মহত্যার চেষ্টা স্বামী খুনে অভিযুক্ত মধুমিতা মিস্ত্রির। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। রক্তাক্ত অবস্থায় মধুমিতা মিস্ত্রিকে এমআর বাঙুল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সোনারপুর থানার লকআপেই আত্মহত্যার চেষ্টা স্বামী খুনে অভিযুক্ত মধুমিতা মিস্ত্রির। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। রক্তাক্ত অবস্থায় মধুমিতা মিস্ত্রিকে এমআর বাঙুল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 থানাতেই আত্মহত্যার চেষ্টা! স্বামী খুনে অভিযুক্ত স্ত্রী ভর্তি হাসপাতালে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে শৌচাগারে গিয়ে শাড়ির ভাঁজে রাখা ব্লেড বের করে তা নিজেরই গলায় চালিয়ে দেয় মধুমিতা। কিন্তু অন্যরা ঘটনার আঁচ পেয়ে যাওয়া তাঁরা মধুমিতাকে আটকানোর চেষ্টা করেন। এই সময় মধুমিতা হাতের শিরা কাটারও চেষ্টা করে। পরে পুলিশকর্মীরা গিয়ে মধুমিতাকে রক্তাক্ত অবস্থায় এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করেন।

৯ এপ্রিল সোমবার রাতে বাড়িতেই খুন হয়ে যান সোনারপুরে ট্যাক্সি ইউনিয়নের সভাপতি আইএনটিটিইউসি নেতা সমীর মিস্ত্রি। এরপর তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে, সমীর মিস্ত্রির স্ত্রী মধুমিতাই খুনের ষড়যন্ত্রকারী। এই খুনের অপর ষড়যন্ত্রকারী মধুমিতার প্রেমিক চন্দন মণ্ডল। পুলিশ দুজনকেই গ্রেফতার করেছে। যাদবপুরের একটি ক্যান্টিনের কর্মী মধুমিতার সঙ্গে বছর দেড়েক আগে আলাপ হয়েছিল সোনারপুরের কাগজ বিক্রেতা চন্দন মণ্ডলের। এরপর বারুইপুরের ফ্ল্যাটে গিয়ে দুজনেই থেকেছে বলেও জানতে পারেছে পুলিশ। বারুইপুরের আদালতে বিবাহ বিচ্ছেদ নিয়ে খোঁজ খবর করেছে দুই মেয়ের মা মধুমিতা। চন্দন বিয়ের জন্য চাপ দিতে থাকায় সমীরের রিভলবার স্ত্রী মধুমিতা তুলে দিয়েছিল চন্দনে হাতে। সেই রিভলবার চালিয়েই ৯ এপ্রিল রাতে সমীরকে খুন করা হয়।

English summary
Husband murder accused of Sonarpur attempts to suicide inside Sonarpur Police Station
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X