For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জরুরি প্রয়োজনে বাইরে বেরোতে হবে! লকডাউন পাস কীভাবে পাবেন, একনজরে

দেশ জুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফার লকডাউন। বিভিন্ন শহরে ইপাসের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। কলকাতা পুলিশের তরফে কলকাতার জন্য ইপাসের বন্দোবস্ত করা হয়েছে। এই ইপাসকে করোনা ইমার্জেন্সি পাস বলা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফার লকডাউন। বিভিন্ন শহরে ইপাসের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। কলকাতা পুলিশের তরফে কলকাতার জন্য ইপাসের বন্দোবস্ত করা হয়েছে। এই ইপাসকে করোনা ইমার্জেন্সি পাস কিংবা লকডাউন পাসও বলা হচ্ছে।

জরুরি প্রয়োজনে বাইরে বেরোতে হবে! লকডাউন পাস কীভাবে পাবেন, একনজরে

লকডাউন পাস সঙ্গে থাকলে পুলিশি বাধার সম্মুখীন হতে হবে না। একনজরে দেখে নেওয়া যাক কীভাবে পাওয়া যাবে এই পাস
১) লকডাউন ইপাস উল্লেখ করলে একাধিক ওয়েবসাইট রয়েছে। সেখান থেকে পশ্চিমবঙ্গ সিলেক্ট করলে কলকাতা পুলিশের করোনাপাসে চলে যেতে পারবেন যে কেউ। (http://coronapass.kolkatapolice.org/)

২) I agree-তে ক্লিক করলেই একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে।

৩) সেখানে এই পাস ব্যক্তিগত নাকি কোনও সংগঠনের জন্য তা সিলেক্ট করতে হবে।

৪) আবেদনকারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল, আবেদনের কারণ, গাড়ির নম্বর, রুট লিখে আবেদন করতে হবে।

৫) আইডি প্রুফের পাশাপাশি যে কারণে আবেদন, সেই আবেদনের সমর্থনে উপযুক্ত নথি আপলোড করতে হবে।

৬) আবেদনপত্র জমা দেওয়ার পরেই একটি আইডি নম্বর দেওয়া হবে। ইপাসের ওয়েবসাইটে গিয়ে আইডি নম্বর টাইপ করলেই স্ট্যাটাস জানা যাবে।

৭) ইপাস হয়ে গেলে রেজিস্টার্ড মোবাইলে একটি ম্যাসেজ আসবে। পাশাপাশি ওয়েবসাইট থেকেও সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া যাবে। বাইরে বেরোলে সঙ্গে রাখতে হবে এই ইপাস

English summary
How to get Coronavirus lockdown epass from Kolkata Police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X