For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুলে-ফেঁপে উঠছে তৃণমূল নেতাদের সম্পত্তি, ববি-মদন-অর্জুন সহ ১৯ হেভিওয়েটের তালিকা দিয়ে হাইকোর্টে মামলা

ফুলে-ফেঁপে উঠছে তৃণমূল নেতাদের সম্পত্তি, ববি-মদন-অর্জুন সহ ১৯ হেভিওয়েটের তালিকা দিয়ে হাইকোর্টে মামলা

Google Oneindia Bengali News

পার্থ কাণ্ডের পর টিএমসি নেতাদের সম্পত্তির গোপন প্যান্ডুরা বক্স যেন খুলে গিয়েছে। গত কয়েক বছরে টিএমসি নেতাদের সম্পত্তির বিপুল হারে বেড়েছে। এই সম্পত্তির উৎস কী প্রকাশ্যে আনতে এবার হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। তাতে ফিরহাদ হাকিম, মদন মিত্র, অর্জুন সিং সহ ১৯ জন টিএমসি নেতা মন্ত্রীর তালিকা দেওয়া হয়েছে হাইকোর্টে। তাতে ইডিকে পার্টি করার নের্দেশ দিয়েছে হাইকোর্ট।

সম্পত্তি বাড়ছে টিএমসি নেতা-মন্ত্রী

সম্পত্তি বাড়ছে টিএমসি নেতা-মন্ত্রী

পার্থ কাণ্ডের পর টিএমসি নেতাদের সম্পত্তির উপর নজর পড়েছে সকলের। এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে।এছাড়া প্রচুর সোনা এবং একাধিক ফ্ল্যাট, জমি,বাড়ির হদিশ মিলেছে। পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসব দেখে চোখ কপালে উঠেছে সকলের। যদিও অর্পিতা থেকে পার্থ দুই জনই দাবি করেছেন এই টাকা তাঁদের নয়। টাকার উৎস্যর সন্ধােন রয়েছে ইডি। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করছে ইডি।

সম্পত্তি বাড়ছে টিএমসি নেতা মন্ত্রীদের

সম্পত্তি বাড়ছে টিএমসি নেতা মন্ত্রীদের

শুধু পার্থ চট্টোপাধ্যায় নন টিএমসির একাধিক েনতা-মন্ত্রীর সম্পত্তি বিপুল পরিমােন বেড়েছে। গত ১০ বছরে টিএমসির তাবর হেভিওয়েট নেতাদের সম্পত্তি ফুলে ফেঁপে উঠেছে। এই রকম ১৯ জন টিএমসি েনতা মন্ত্রীদের নামের তালিকা দিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। সেই জনস্বার্থ মামলায় ইডিকে পার্টি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কারণ ইডির হাতেই রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসেব িনকেশ। তাতেই স্পষ্ট হবে বাকিদের সম্পত্তির তালিকা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হয় এই জনস্বার্থ মামলা।

কোন নেতা-মন্ত্রীদের নাম তালিকায়

কোন নেতা-মন্ত্রীদের নাম তালিকায়

যে ১৯ জন নেতা মন্ত্রীর তালিকা দেওয়া হয়েছে তাতে রয়েছে ফিরহাদ হাকিম, মদন মিত্রের নাম। এছাড়াও রয়েছে শোভন চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মলয় ঘটক, অর্জুন সিং, গৌতম দেব, ইকবাল আহমেদ, , স্বর্ণকমল সাহা, ব্রাত্য বসু, অরূপ রায়, জাভেদ খান, অমিত মিত্র, আব্দুর রজ্জাক মোল্লা, সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডে, রাজীব বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহা, সব্যসাচী দত্তের নাম। এরা সকলেই টিএমসির প্রথম সারির নেতা বলেই পরিচিত।

সম্পত্তি বাড়ার উৎস কী

সম্পত্তি বাড়ার উৎস কী

গত কয়েক বছরে টিএমসি নেতা এবং মন্ত্রীদের এই বিপুল সম্পত্তি বাড়ার নেপথ্যে রয়েছে কোন কারণ। তা জানতে চেেয়ই বিপ্লব চৌধুরী নামে এক ব্যক্তি এই জনস্বার্থ মামলা করেছেন। নির্বাচন কমিশনে থেকে পাওয়া নেতা বা মন্ত্রীদের তথ্য খতিয়ে দেখলে বোঝা যাবে, বছরের পর বছর কী ভাবে সম্পত্তি বেড়ে যাচ্ছে। এর নেপথ্যে কালো টাকা রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। কারণ পার্থ চট্টোপাধ্যায়ের বিপুল সম্পত্তির নেপথ্যে যে কালো টাকা রয়েছে তাতে কোনও সন্দেহ নেই।

আপনার জমানাতেই পার্লামেন্টের ব্যাপক উন্নতি হয়েছে, নাইডুর প্রসংসায় পঞ্চমুখ মোদী আপনার জমানাতেই পার্লামেন্টের ব্যাপক উন্নতি হয়েছে, নাইডুর প্রসংসায় পঞ্চমুখ মোদী

English summary
How TMC leaders and ministers make Huge property case file at Kolkata High Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X