বাংলার রাজনীতিতে মমতার দাম কত, জানালেন দিলীপ ঘোষ
বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত এদিন তা জানিয়েদিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন ২১ জুলাইয়ের সভা থেকে
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এক বিধায়ককে ২ কোটি টাকা এবং একটি পেট্রোলপাম্প দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত দাম নেই। বিজেপির তরফে ২১ জুলাইয়ের সমাবেশকে আন্তর্জাতিক ডিমভাত দিবস হিসেবেও কটাক্ষ করা হয়েছে।

'লোক না আসায় ডিম নষ্ট'
মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, অভিযোগকারী তৃণমূল বিধায়ককে যেন তাঁর সামনে আনা হয়। এদিন ২১ জুলাইয়ের সমাবেশে
অন্যবারের এক চতুর্থাংশ লোক হয়েছে দাবি করে, দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের অনেক ক্যাম্পে দুটোর জায়গায় চারটে ডিমও দেওয়ার পরেও লোক না আসায়
ডিম নষ্ট হয়েছে।

'চাইলে লোক দেবে বিজেপি'
দিলীপ ঘোষ আরও বলেন, তৃণমূল চাইলে সমাবেশের জন্য লোক ভাড়া দেহে বিজেপি। এ প্রসঙ্গে পঞ্চায়েত ভোটের সময় তৃণমূলের ভাষণও তুলে ধরেন দিলীপ ঘোষ।
সূত্রের খবর অনুযায়ী, সেই সময় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে বলা হয়েছিল, বিজেপির যদি মনোনয়ন জমা দেওয়ার কেউ না থাকে, তাহলে কি তারা লোক সরবরাহ করবেন?

'বিজেপিকে ধমকে লাভ হবে না'
এদিনের সভায় তৃণমূলের আসল রূপ প্রকাশিত হয়েছে। ফলে বিজেপিকে ধমকে লাভ হবে না। বলেছেন দিলীপ ঘোষ। তাঁর আরও দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাযণ শুরু হতেই
আর্ধেক লোক বেরিয়ে গিয়েছেন। কংগ্রেস ও সিপিএমকে নিজের গড় রক্ষার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেনস অন্য পার্টি থেকে
বিজেপিতে আসা আটকানো যাবে না।
[আরও পড়ুন: ফ্লপ সমাবেশ, নৌকা ডুবছে! মমতাকে আক্রমণ করে আর যা বললেন সুজন চক্রবর্তী]
[আরও পড়ুন: যত কাটবে ততই বাড়বে ঘাসফুল! রক্ত দিয়ে লেখা তৃণমূলের নাম, বার্তা অভিষেকের]