For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত নির্বাচনের ডামাডোলে কী ভাবে অবসর সময় কাটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্য প্রশাসনের শীর্ষ পদের যাবতীয় কর্তব্য পালনেই সময় চলে যায়। কিন্তু, কোনও না কোনও সময়ে ঘরমুখো হতে হয় মুখ্যমমন্ত্রীকে!

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

রাজ্য প্রশাসনের শীর্ষ পদের যাবতীয় কর্তব্য পালনেই সময় চলে যায়। কিন্তু, কোনও না কোনও সময়ে ঘরমুখো হতে হয় মুখ্যমমন্ত্রীকে! এমন প্রশ্ন বহু সময়েই বহু মমতা অনুরাগী করেছেন। উত্তর সে ভাবে কোনও দিনই মেলেনি। কারণ নেত্রীর রুটিন নিয়ে কোনও তথ্যই প্রকাশ্যে মেলে না। এবার সেই তথ্য নিজের মুখেই সমক্ষে এনেছেন তৃণমূলনেত্রী।

পঞ্চায়েত নির্বাচনের ডামাডোলে কী ভাবে অবসর সময় কাটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

[আরও পড়ুন:২২ বছর ধরে ভাত খান না মুখ্যমন্ত্রী, তাঁর নিত্য আহারের হিসাব দেখলে চমকে যাবেন][আরও পড়ুন:২২ বছর ধরে ভাত খান না মুখ্যমন্ত্রী, তাঁর নিত্য আহারের হিসাব দেখলে চমকে যাবেন]

সম্প্রতি এক টেলিভিশন নিউজ চ্য়ানেলে সাক্ষাৎকারেই উঠে আসে মমতা বন্দ্য়োপাধ্যায়ের ব্যক্তিগত সময় কাটানোর কিছু অংশবিশেষ। আর সেখানেই নেত্রী কিছু তথ্য দেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য প্রশাসনের দায়িত্ব এবং প্রতিনিয়ত রাজনীতিকের জীবন চাপের ফাঁকে নিজেও একটু অবসর খোঁজার চেষ্টা করেন। তবে সেই অবসর যে সবসময় মেলে তা নয়। তবে, যখন সময় পান একটু টিভি দেখে নেন। টিভি-তে সিরিয়াল দেখতে তিনি খুবই ভালোবাসেন বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর টিভি সিরিয়ালের ফাঁকেই দেশ-দুনিয়ার যাবতীয় খবরও তিনি নিয়ে নেন। কে কোথায় কী লিখছেন সবই নাকি নজর করেন তিনি। এই কাজে তাঁর অন্যতম সোর্স অবশ্যই টিভি। বিশেষ করে বিবিসি-র নিউজ দেখতে তিনি ভালোবাসেন। এছাড়াও ঘুরিয়ে-ফিরিয়ে অন্য চ্য়ানেলেও খবর দেখেন তিনি।

টিভি খবর দেখার পাশাপাশি ডিজিটাল মিডিয়ার খবরও সার্ফ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ডিজিটাল প্রযুক্তিতে তিনি যে বেশ স্বচ্ছন্দ্য তাও জানাতে ভোলেননি। সোশ্যাল মিডিয়াতেও তিনি রোজই নিয়ম করে সার্ফ করেন। ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্য়াপ, টুইটারে টুইটও করেন। আর যখন কিছু ভালো লাগে না তখন গান শোনা এবং ছবি আঁকাটাও তাঁর অন্যতম প্যাশন।

এখন পঞ্চায়েত নির্বাচনের আবহ। সন্দেহ নেই মুখ্যমন্ত্রীর উপর কাজের চাপ এখন অনেকটাই বেশি। বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজকে কার্যকরি করার নির্দেশ দেওয়াটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে টিভিতে সিরিয়াল বা অন্য কাজগুলো চালিয়ে যাওয়া যে খুবই দুরুহ তাতে কোনও সন্দেহ নেই। তবে, মুখ্যমন্ত্রী যে ব্যক্তিগত পরিসরেও এক মুহূর্ত বসে থাকেন না তা তাঁর দেওয়া তথ্যেই পরিস্কার।

English summary
Mamata Banerjee reveals that how she spends leisure time. She does Facebook, Whatsapp and Twitter at ease.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X