For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় কখন দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, জেনে নিন চন্দ্রের ডাইরেকশন ও অল্টিটিউড

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সবচেয়ে ভালো করে দেখা যাবে দিল্লি থেকে। তবে, কলকাতা থেকেও প্রত্যক্ষ করা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

Google Oneindia Bengali News

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সবচেয়ে ভালো করে দেখা যাবে দিল্লি থেকে। তবে, কলকাতা থেকেও প্রত্যক্ষ করা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যা শুরু হবে রাত ১০ টা বেজে ৪৪ মিনিট ৪৭ সেকেন্ডে। এখানে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে ১ টা বেজে ৫১ মিনিটে ৪৪ সেকেন্ডে। তখন-এর আকার দাঁড়াবে ১.৬১ ম্যাগনিটিউড।

আর মাত্র ঘণ্টা আড়াই-এর প্রতীক্ষায় কলকাতা

কলকাতায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে ভোর ৪.৫৮ টায়। সবমিলিয়ে এইখানে চন্দ্রগ্রহণ দেখা যাবে ৬ঘণ্টা ১৪ মিনিট ধরে। ১০টা বেজে ৪৪ মিনিট ৪৭ সেকেন্ডে যখন গ্রহণ শুরু হবে তখন চাঁদের ডাইরেকশন থাকবে ১৬১ ডিগ্রি দক্ষিণ থেকে দক্ষিণ-পূর্ব। অল্টিটিউড হবে ৪৫.৭ ডিগ্রি অ্যাবাভ ফ্ল্যাট হরাইজন। এই সময় পৃথিবীর আংশিক ছায়া পড়তে শুরু করবে চাঁদের উপরে।

১১.৫৪ টায় শুরু হবে আংশিক চন্দ্র গ্রহণ। এই সময় চাঁদ আস্তে আস্তে লাল হওয়া শুরু হবে। এই সময় চাঁদের ডাইরেকশন থাকবে ১৮৫ ডিগ্রি দক্ষিণ ও অল্টিটিউড ৪৭.৬ ডিগ্রি অ্যাবাভ ফ্ল্যাট হরাইজন।

রাত ১টায় শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই সময় চাঁদ পুরোপুরি লাল হয়ে যাবে। চাঁদের ডাইরেকশন থাকবে ২০৬ ডিগ্রি দক্ষিণ ও অল্টিটিউড হবে ৪৩.৫ ডিগ্রি অ্যাবাভ ফ্ল্যাট হরাইজন।

রাত ১.৫১টায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। চাঁদ এই সময় পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যাবে। চাঁদের ডাইরেকশন থাকবে ২১৯ ডিগ্রি দক্ষিণ থেকে দক্ষিণ-পশ্চিম ও অল্টিটিউড হবে ৩৭.২ ডিগ্রি অ্যাবাভ ফ্ল্যাট হরাইজন।

রাত ২.৪৩ টায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে। তখনও চাঁদ পৃথিবীর ছায়া পুরোপুরি ঢেকে থাকবে। কিন্তু আস্তে আস্তে পৃথিবীর ছায়া থেকে চাঁদের বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই সময় চাঁদের ডাইরেকশন থাকবে ২৩০ ডিগ্রি দক্ষিণ-পশ্চিম ও অল্টিটিউড হবে ২৯.১ ডিগ্রি অ্যাবাভ ফ্ল্যাট হরাইজন।

রাত ৩.৪৯ টায় আংশিক চন্দ্রগ্রহণও শেষ হবে। এই সময় চাঁদের অবস্থান থাকবে ২৩৯ ডিগ্রি পশ্চিম থেকে দক্ষিণ-পশ্চিম ও অল্টিটিউড হবে ১৭.০ ডিগ্রি অ্যাবাভ ফ্ল্যাট হরাইজন।

ভোর ৪.৫৮ টায় চন্দ্রগ্রহণ পুরোপুরি শেষ হবে। চাঁদের উপর থেকে পৃথিবীর ছায়াও সরে যাবে। এই সময় চাঁদের অবস্থান থাকবে ২৪৭ ডিগ্রি পশ্চিম- দক্ষিণ-পশ্চিম। অল্টিটিউড হবে ৩.২ ডিগ্রি অ্যাবাভ ফ্ল্যাট হরাইজন।

English summary
Kolkata can witness full size of the lunar eclipse. It will start from 10.45pm and will last for six hours and 13 minutes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X