For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির একগুচ্ছ নালিশের মধ্যেই রাজনাথ মমতার মুখোমুখি, রাজনৈতিক মহলে জল্পনা

লক্ষ্য অভ্যন্তরীণ সমস্যার সমাধান। নবান্নে পূর্ব ভারতের রাজ্যগুলির বিভিন্ন সমস্যা মেটাতে আলোচনা শুরু হল নবান্নে। মূল আলোচক স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

Google Oneindia Bengali News

লক্ষ্য অভ্যন্তরীণ সমস্যার সমাধান। নবান্নে পূর্ব ভারতের রাজ্যগুলির বিভিন্ন সমস্যা মেটাতে আলোচনা শুরু হল নবান্নে। মূল আলোচক স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ইস্টার্ন জোনাল কাউন্সিলের এই বৈঠকে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক ও পরিকাঠামো গঠন-সহ একাধিক বিষয়ে আলোচনা চলছে।

বিজেপির একগুচ্ছ নালিশের মধ্যেই রাজনাথ মমতার মুখোমুখি, রাজনৈতিক মহলে জল্পনা

এদিনের বৈঠকে উঠে আসে, পুলিশের আধুনিকীকরণ, ফ্রেট করিডোর গঠন, মাওবাদী সমস্যা, রাজ্যগুলির পারস্পরিক সমস্যা। এইসব সমস্যা মেটাতে প্রয়োজনীয় উপায় বাতলে দেন রাজনাথ সিং। রাজ্যগুলির তরফেও পৃথক পৃথক প্রস্তাব দেওয়া হয়, তা নিয়েও আলোচনা হয়।

[আরও পড়ুন:রাজ্যে ফের আক্রান্ত মোদীর দলের মহিলা কর্মী! রাস্তায় ফেলে মার, দেখুন ভিডিও][আরও পড়ুন:রাজ্যে ফের আক্রান্ত মোদীর দলের মহিলা কর্মী! রাস্তায় ফেলে মার, দেখুন ভিডিও]

উল্লেখ্য, ইস্টার্ন কাউন্সিলের আওতায় আছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা। রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করতে ও বিভিন্ন সমস্যা সমাধানের জন্যই ইস্টার্ন কাউন্সিল গড়ে তোলা হয়েছে। এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যের মুখ্যসচিব ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত রয়েছে। উপস্থিত রয়েছেন অন্য তিন রাজ্যের প্রতিনিধারাও।

[আরও পড়ুন: 'হারামের খেয়ে শুয়োরের মতো চেহারা'! অনুব্রত গড়ে চ্যালেঞ্জ বাম নেতার][আরও পড়ুন: 'হারামের খেয়ে শুয়োরের মতো চেহারা'! অনুব্রত গড়ে চ্যালেঞ্জ বাম নেতার]

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বাংলার বিজেপি যখন রাষ্ট্রপতির কাছে দরবার করছেন, তখন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছে। সেই আঙ্গিকেও এই বৈঠকের গুরুত্ব অপরিসীম। এদিন বঙ্গ বিজেপির একাংশের তরফে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নালিশ জানাবেন।

[আরও পড়ুন: ২০১৯ লোকসভা নির্বাচনে বিরোধী-জোট পোক্ত করতে এনসিপি কোন পদক্ষেপ নিচ্ছে][আরও পড়ুন: ২০১৯ লোকসভা নির্বাচনে বিরোধী-জোট পোক্ত করতে এনসিপি কোন পদক্ষেপ নিচ্ছে]

English summary
Home Minister Rajnath Singh meets with CM Mamata Banerjee at Nabanna. This discussion was on the subject of internal security of country,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X