For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ! উঠছে রক্ষণাবেক্ষণ-সহ একাধিক প্রশ্ন

ষাটের দশকের শেষের দিকে তৈরি হয়েছিল মাঝেরহাট ব্রিজ। সূত্রের খবর অনুযায়ী, ব্রিজটি তৈরি হয়েছিল তৎকালীন কেএমডিএ-র অধীনে। বর্তমানে এর মালিক পূর্ত দফতর ও রেল কর্তৃপক্ষ।

  • |
Google Oneindia Bengali News

ষাটের দশকের শেষের দিকে তৈরি হয়েছিল মাঝেরহাট ব্রিজ। সূত্রের খবর অনুযায়ী, ব্রিজটি তৈরি করেছিল পোর্টট্রাস্ট। বর্তমানে এর মালিক পূর্ত দফতর ও রেল কর্তৃপক্ষ। তবে রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পূর্ত দফতর। কিন্তু ব্রিজটির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনটি মেট্রোর কাজের জন্য সেরকম কোনও সতর্কতা নেওয়া হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজের ইতিহাস

ব্রিজের তলা দিয়ে গিয়েছে রেললাইন। কিছুটা পাশেই রয়েছে মাঝেরহাট স্টেশন। পুরনো এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। দক্ষিণ ২৪ পরগনার একটা বড় অংশের সঙ্গে যোগাযোগ রক্ষা হয় এই ব্রিজের মাধ্যমে।

[আরও পড়ুন: 'যেন মৃত্যুর হাতছানি দেখলাম কাছ থেকে, চোখের সামনেই ঘটে গেল মহা বিপর্যয়'][আরও পড়ুন: 'যেন মৃত্যুর হাতছানি দেখলাম কাছ থেকে, চোখের সামনেই ঘটে গেল মহা বিপর্যয়']

এই ব্রিজের ওপর দিয়ে বড় মাপের লরি ছাড়াও কন্টেনার যাতায়াত করে।

[আরও পড়ুন: ব্রিজ দুর্ঘটনার জেরে বন্ধ শিয়ালদহ শাখার ট্রেন চলাচল, রুদ্ধ একাধিক রাস্তা, বিপাকে নিত্যযাত্রীরা][আরও পড়ুন: ব্রিজ দুর্ঘটনার জেরে বন্ধ শিয়ালদহ শাখার ট্রেন চলাচল, রুদ্ধ একাধিক রাস্তা, বিপাকে নিত্যযাত্রীরা]

মাঝে মধ্যেই মাঝেরহাট ব্রিজ-সহ কলকাতার বাকি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গত ফেব্রুয়ারিতে মাঝেরহাট সেতু সংস্কারের জন্য পূর্ত দফতর ২ কোটি ৮১ লক্ষ ৭৪২ কোটি টাকা বরাদ্দ করে। মে মাস নাগাদ সংস্কারের কাজ শুরু হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে ব্রিজে যান চলাচন বন্ধ করে দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত তা করা হয়নি।

[আরও পড়ুন:ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ, চাপা পড়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা, দেখুন ভিডিও][আরও পড়ুন:ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ, চাপা পড়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা, দেখুন ভিডিও]

বাম আমলেও একাধিকবার ছোট ছোট রক্ষণাবেক্ষণের কাজ হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, মাঝে মধ্যেই ব্রিজের নিচের সিমেন্টের অংশ ভেঙে পড়ে। খবর পাওয়ার পর থেকে পূর্ত দফতরের তরফে পাইপ দিয়ে ঠেকনা দিয়ে চলে যায়।

এছাড়াও ব্রিজের ভেঙে পড়া অংশের পাশেই মেট্রোর কাজ চলছে। সেখানেই পাইলিং করে গভীর গর্ত করে কাজ চলছে। যেসময়ে ব্রিজটি ভেঙে পড়ে তার ঘন্টা দুয়েক আগে মুষলধারায় বৃষ্টি হয়। ফলে মেট্রোর কাজের জন্যই হোক কিংবা জমা জলে মাটি নরম হয়ে যাওয়া, ব্রিজ ভেঙে পড়ায় প্রশ্ন উঠছে অনেক।

{document1}

English summary
History of Majherhat Bridge which is collapsed on Tuesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X