For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ! যুগ্মভাবে প্রথমস্থানে শোভন মণ্ডল এবং রাজর্ষি বর্মন

প্রতীক্ষার অবসান। সোমবার প্রকাশিত হল এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। ৭৪ দিনের মধ্যে এই ফল প্রকাশ হল। প্রথম দশদনের মধ্যে ১৩৭ জন ছাত্রছাত্রী রয়েছেন।

Google Oneindia Bengali News

প্রতীক্ষার অবসান। সোমবার প্রকাশিত হল এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। ৭৪ দিনের মধ্যে এই ফল প্রকাশ হল। প্রথম দশদনের মধ্যে ১৩৭ জন ছাত্রছাত্রী রয়েছেন। যুগ্মভাবে প্রথম হয়েছেন শোভন মণ্ডল এবং রাজর্ষী বর্মন, দুজনেই বিজ্ঞান বিভাগের। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৮।

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ! যুগ্মভাবে প্রথমস্থানে শোভন মণ্ডল এবং রাজর্ষী বর্মন

প্রথম শোভন মণ্ডল এবং রাজর্ষী বর্মন, দুজনেই বিজ্ঞান বিভাগের, প্রাপ্ত নম্বর ৪৯৮, ৯৯.৬ শতাংশ। ২য় সংযুক্ত বোস, মেয়েদের মধ্যে প্রথম, বিধাননগর সরকারি স্কুল, ৪৯৬। তাঁর সঙ্গে দ্বিতী হয়েছে তন্ময় মাইকপ। আরও তিনজন রয়েছে দ্বিতীয়স্থানে। শোভন বীরভূম জেলার অন্যদিকে রাজর্ষী কােচবিহারের জিনকিন্স স্কুলের ছাত্র।

চতুর্থ হয়েছে সাঁইথিয়ার রাকেশ দে। সে কলা বিভাগের ছাত্র। কলা বিভাগে প্রথম হয়েছে সে।

গতবার পাশের হার ছিল ৮৩.৭৫ শতাংশ। এবারের পাশের হার ৮৬.২৯ শতাংশ। পাশ করেছেন ৭,৭৭,২৬৬ জন ছাত্রছাত্রী। ছাত্রদের পাশের হার ৮৭. ৪৪ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৫.৩০ শতাংশ।

৯০ শতাংশের বেশি পাশ করেছে, এমন জেলাগুলির মধ্যে রয়েছে, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এবং কালিম্পং। প্রথম দশদনের মধ্যে ১৩৭ জন ছাত্রছাত্রী রয়েছেন।

সংখ্যালঘুদের মধ্যে পাশের হার ৮১.৫৫ শতাংশ। তপশিলিদের মধ্যে পাশের হার ৮০.৪৫ শতাংশ।

English summary
Higher Secondary Result 2019 published by WBCHSE
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X