For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, পাশের হার ৮৩.৬৫ শতাংশ, প্রথম কলকাতার স্বাগতম হালদার

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৬ মে : প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। এবছর পাশের হার ৮৩.৬৫ শতাংশ। গতবারের চেয়ে পাশের হার বেড়েছে ১.২৭ শতাংশ। সাফলের হারে সবচেয়ে এগিয়ে পূর্ব মেদিনীপুর। এই জেলায় সাফল্যের হার ৯০ শতাংশের বেশি। [এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল, সাফল্যের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর]

এরাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ৭,৯৮,০৫৭। এদের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৮৯৪৫৩ জন। ফল জানতে যে যে ওয়েবসাইটে চোখ রাখবেন তা হল, http://wbresults.nic.in/highersecondary/wbhsres.htm www.exametc.com , www.knowyourresult.com , www.schools9.com ,
www.manabadi.com , www.ExamResults.net, www.WestBengalEducation.net, www.results.westbengaleducation.net, www.resultsout.com

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, ফল জানা যাবে ওয়েবসাইট ও এসএমএস-এ

এবছরের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন কলকাতার স্বাগতম হালদার। পঞ্চসায়র শিক্ষা নিকেতনের ছাত্র স্বাগতম। তার প্রাপ্ত নম্বর ৪৯৫। শতাংশের অঙ্ক বলছে ৯৯ শতাংশ নম্বর পয়েছে স্বাগতম।

দ্বিতীয় স্থানে রয়েছেন নভোনীল দেব, প্রাপ্ত নম্বর ৪৯২। কোচবিহারের জেনকিন্স হাই স্কুলের ছাত্র নভোনীল। নভনীলের সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছেন আরও ২ জন। স্বর্ণাভ নন্দী, প্রাপ্ত নম্বর ৪৯২, বালুরঘাট হাইলস্কুলের ছাত্র তিনি এবং সঞ্জয় সর্দার, যার প্রাপ্ত নম্বর ৪৯২, ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের ছাত্র সঞ্জয়। তৃতীয় হয়েছেন হুগলির নীলাঞ্জন সাহা, প্রাপ্ত নম্বর ৪৯০। নীলাঞ্জনা মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন।

এবার ছেলেদের পাশের হার ৮৫ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮২ শতাংশ। সংখ্যালঘু পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার ৭৯.৪৫

এছাড়া যে ফোন নম্বরগুলিতে এসএমএস করে ফল জানা যাবে তা হল ৫৪২৪২, ৫৮৮৮৮, ৫৮৮৮৮৭১১, ৫২০৭০, ৫৬৭৬৭৫০, ৫৬২৬৩ । WB12 (roll number এর জায়গায় নিজের রোল নম্বর বা ক্রমিক সংখ্যা লিখুন) টাইপ করে এই নম্বরগুলির যে কোনও একটি পাঠিয়ে দিলেও এসএমএস-এর মাধ্যমে ফল জানা যেতে পারে।

সকাল ১০ টায় আনুষ্ঠানিক বৈঠক করে ফলপ্রকাশের পর সকাল সাড়ে দশটা থেখে কাউন্সিলের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সংশাপত্র স্কুলগুলির প্রধানশিক্ষক বা প্রধান শিক্ষিকার হাতে তুলে দেওয়া হবে। এরপর নিজস্ব স্কুল থেকে তা সংগ্রহ করতে পারবে ছাত্রছাত্রীরা।

English summary
Higher Secondary Exam result will be out today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X