For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাইমাদ্রাসা-আলিম-ফাজিলের ফলে টেক্কা জেলার, প্রথম-দ্বিতীয় স্থানে কারা, দেখে নিন একনজরে

প্রকাশিত হল হাইমাদ্রাসা, আলিম ও ফাজিলের ফলাফল। তিন পরীক্ষাতেই পাশের হার ৮২ শতাংশের উপরে। হাইমাদ্রাসায় পাশের হার ৮২.০৪ শতাংশ, আলিমে ৮২.৬৭ শতাংশ এবং ফাজিলে ৮৬.৮৮ শতাংশ।

Google Oneindia Bengali News

প্রকাশিত হল হাইমাদ্রাসা, আলিম ও ফাজিলের ফলাফল। তিন পরীক্ষাতেই পাশের হার ৮২ শতাংশের উপরে। হাইমাদ্রাসায় পাশের হার ৮২.০৪ শতাংশ, আলিমে ৮২.৬৭ শতাংশ এবং ফাজিলে ৮৬.৮৮ শতাংশ। তিন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে যথাক্রমে তৌফিক আনোয়ার, আবুবক্কর দালাল ও নিজামুদ্দিন সৈয়দ।

হাইমাদ্রাসা-আলিম-ফাজিলের ফলে টেক্কা জেলার, প্রথম-দ্বিতীয় স্থানে কারা, দেখে নিন একনজরে

শুক্রবার হাইমাদ্রাসা, আলিম ও ফাজিলের ফলপ্রকাশ করা হয়। ৫১ দিনের মাথায় এই তিন পরীক্ষার ফল প্রকাশিত হল। পরীক্ষা হয়েছিল ১২ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত। হাইমাদ্রাসা পরীক্ষায় বসেছিল ৫২ হাজার ৫০২ জন ছাত্রছাত্রী। আলিমে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ হাজার ৭৬০ জন। আর ফাজিলের পরীক্ষার্থী ৩ হাজার ৭১২ জন।

এবার হাইমাদ্রাসা পরীক্ষায় প্রথম স্থানাধিকারী মুর্শিদাবাদ জেলার বাসিন্দা তৌফিক আনোয়ার। তাঁর প্রাপ্ত নম্বর ৭৫৩। দ্বিতীয় স্থান অধিকার করেছে মেহেবুবা ইয়াসমিন। তার বাড়ি মালদহে। মেহেবুবা ৭৪৮ নম্বর পেয়েছে। আলিমে প্রথম হয়েছে আবুবক্কর দালাল। আবু পেয়েছে ৮৪০ নম্বর।

দ্বিতীয় স্থানাধিকারী মহম্মদ সোনোয়ারের প্রাপ্ত নম্বর ৮৩৩। ফাজিলে প্রথম স্থান অধিকার করেছে নিজামুদ্দিন সৈয়দ। নিজামুদ্দিন পেয়েছে ৫৬৭ নম্বর। নিজামুদ্দিনের বাড়ি আমডাঙায়। আর এই পরীক্ষায় দ্বিতীয় হয়েছে মোল্লা মহিউদ্দিন মোস্তাফা। মোস্তাফার প্রাপ্ত নম্বর ৫৫১।

English summary
High Madrasa, Alim and Fajil results publish. District secures very good result in three kind of examination,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X