For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIR-এর বিষয়টি সিবিআই দেখবে! OMR Sheet নষ্ট মামলায় নির্দেশ হাইকোর্টের

OMR Sheet নষ্টের মামলায় নির্দেশে পরিবর্তন। মঙ্গলবারের পর আজ বুধবার ফের এই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই এই সংক্রান্ত মামলার শুনানি শুনানি হয়। সেখানেই নির্দেশে পরিবর

  • |
Google Oneindia Bengali News

OMR Sheet নষ্টের মামলায় নির্দেশে পরিবর্তন। মঙ্গলবারের পর আজ বুধবার ফের এই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই এই সংক্রান্ত মামলার শুনানি শুনানি হয়। সেখানেই নির্দেশে পরিবর্তন আনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

নতুন FIR দায়েরের সিদ্ধান্ত সিবিআই এর ওপরই ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই চাইলে প্রাথমিক মামলায় আগে দায়ের করা FIR এর ভিত্তিতেই তদন্ত করতে পারবে। এমনটাই নির্দেশে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

তদন্ত শুরু করার নির্দেশ দেয় আদালত

তদন্ত শুরু করার নির্দেশ দেয় আদালত

বলে রাখা প্রয়োজন, মঙ্গলবারই নতুন করে FIR দায়ের করে তদন্ত শুরু করার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশেই আজ বুধবার শুনানি শেষে পরিবর্তন আনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে দীর্ঘ ১৫ ঘন্টা কেটে গিয়েছে। কিন্তু এখনও কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তকারীদের মুখোমুখি হলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। যদিও সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যে সিবিআইকে রক্ষাকবচের কথা নাকি আইনজীবী মারফৎ জানিয়েছেন তিনি।

OMR Sheet নষ্ট করার অভিযোগ সামনে এসেছে।

OMR Sheet নষ্ট করার অভিযোগ সামনে এসেছে।

বলে রাখা প্রয়োজন, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে OMR Sheet নষ্ট করার অভিযোগ সামনে এসেছে। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত টেট পরীক্ষার খাতা কেন নষ্ট করা হল তা নিয়েও সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অন্যদিকে কার নির্দেশে করা হয়েছে? অবিলম্বে প্রাইমারি শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করবে বলেও নির্দেশ দেওয়া হয় সিবিআই প্রয়োজনে মানিক ভট্টাচার্য্যকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলেও নির্দেশে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি মঙ্গলবার রাতের মধ্যে এই বিষয়ে নতুন এফআইআর দায়ের করে মামলার তদন্ত শুরু করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট। যদিও আজ বুধবার মামলার শুনানিতে এই নির্দেশেই কিছু পরিবর্তন আনে আদালত। সেই মতো নয়া এফআইআরের বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরেই ছাড়লেন কলকাতা হাইকোর্ট।

সিবিআই তদন্তের নির্দেশ শোনায়।

সিবিআই তদন্তের নির্দেশ শোনায়।

উল্লেখ্য, বলে রাখা প্রয়োজন, কিভাবে OMR Sheet নষ্ট করা হবে তার কোন স্পষ্ট নির্দেশিকা নেই। শুধুমাত্র পেপার মিলে পাঠানোর নির্দেশ আছে। রিপোর্ট দেখে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এমনকি নষ্ট করার সময় পর্ষদের কোন আধিকারিক উপস্থিত ছিলেন না বলেও রিপোর্ট দেখে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শুধু তাই নয়, কত OMR Sheet নষ্ট করা হয়েছে তার সুনির্দিষ্ট সংখ্যা বলা নেই। প্রায় ১২.৯৫ লাখ বলা আছে। রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এমনকি ২০ লাখ পরীক্ষার্থীর মধ্যে কার কার OMR Sheet নষ্ট হল তাও পর্ষদের অজানা বলে বলে মন্তব্য করেন বিচারপতি। আর সব খতিয়ে দেখার পরেই কলকাতা হাইকোর্ট এই বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ শোনায়।

English summary
High Court says in OMR Sheet case that CBI will decide whether to file FIR or not
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X