For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুল উত্তরেও ফুল নম্বর! প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য খুশির খবর দিল হাইকোর্ট

প্রাইমারি টেটে ভুল প্রশ্নের উত্তর লিখলে ফুল নম্বর পাবেন চাকরি প্রার্থীরা। বুধবার কলকাতা হাইকোর্ট প্রাইমারি টেট মামলার রায়ে সাফ জানিয়ে দিল।

  • |
Google Oneindia Bengali News

প্রাইমারি টেটে ভুল প্রশ্নের উত্তর লিখলে ফুল নম্বর পাবেন চাকরি প্রার্থীরা। বুধবার কলকাতা হাইকোর্ট প্রাইমারি টেট মামলার রায়ে সাফ জানিয়ে দিল। প্রাইমারি শিক্ষা পর্ষদকে কলকাতা হাইকোর্টের নির্দেশ পাস করলে চাকরি দিতে হবে। আর যে ভুল প্রশ্ন নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল, সেই ভুল প্রশ্নের উত্তর লিখেছে যাঁরা, তাদের ফুল নম্বর দিতে হবে।

ভুল উত্তরেও ফুল নম্বর! প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য খুশির খবর দিল হাইকোর্ট

২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নে ভুল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন পরীক্ষার্থীরা। এই পরীক্ষা হয়েছিল ২০১৫ সালের ১১ অক্টোবর। সেই পরীক্ষায় ১১টি প্রশ্নের বিকল্প উত্তর ভুল ছিল। তা নিয়েই যাবতীয় বিতর্ক। যা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টেই তা ফয়সালা হল।

টেটের ফল প্রকাশের পর শতাধিক পরীক্ষার্থী একই ইস্যুতে মামলা দায়ের করে। এই পরীক্ষায় মামলাকারীরা অকৃতকার্য হয়েই বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা প্রশ্নপত্র যাচাইয়ের দাবি তোলেন। মামলার দীর্ঘ শুনানি চলে কলকাতা হাইকোর্টে। এরই মধ্যে ২১ জুন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দায়িত্ব দেন প্রশ্ন ও উত্তর খতিয়ে দেখতে।

[আরও পড়ুন: শপথ নিলেন দেশের ৪৬তম প্রধান বিচারপতি! জানুন রঞ্জন গগৈ সম্পর্কে][আরও পড়ুন: শপথ নিলেন দেশের ৪৬তম প্রধান বিচারপতি! জানুন রঞ্জন গগৈ সম্পর্কে]

হাইকোর্ট নির্দেশ দেয়, মুখ বন্ধ খামে ১৯ সেপ্টেম্বরের মধ্যে কোনটি ঠিক, কোনটি ভুল তা রিপোর্ট আকারে জমা দিয়ে হবে আদালতে। এরপর ওই ১১টি প্রশ্নকে ভুল স্বীকৃতি দেয় কলকাতা হাইকোর্ট। সেই রিপোর্ট খতিয়ে দেখে প্রাইমারি টেটে ১১টি প্রশ্নের উত্তর ভুল লিখলেও ফুল নম্বর দিতে হবে বলে জানিয়ে দেয় হাইকোর্ট। এবং টেটে পাস করলে দিতে হবে চাকরিও।

[আরও পড়ুন: মুকুল রায়কে কতটা বিশ্বাস বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের! জেনে নিন ফাঁস হওয়া অডিও থেকে][আরও পড়ুন: মুকুল রায়কে কতটা বিশ্বাস বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের! জেনে নিন ফাঁস হওয়া অডিও থেকে]

[আরও পড়ুন:'কেষ্টা-ব্যাটা যে পুরাতন ভৃত্য! ছাড়িলে না ছাড়ে কী করিব তারে, মহাফাঁপরে দিদি' ][আরও পড়ুন:'কেষ্টা-ব্যাটা যে পুরাতন ভৃত্য! ছাড়িলে না ছাড়ে কী করিব তারে, মহাফাঁপরে দিদি' ]

English summary
High Court gives verdict of Primary TET suit and orders to give full marks in wrong question. HC also orders to sure employment if they passed,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X