For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইনি জট কাটছেই না পঞ্চায়েত নির্বাচনে, কমিশনের বিজ্ঞপ্তি-প্রশ্নে নজর আদালতের

আইনি জট কিছুতেই পিছু ছাড়ছে না পঞ্চায়েত নির্বাচনকে। মঙ্গলবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলে দিল নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা নিয়ে।

Google Oneindia Bengali News

আইনি জট কিছুতেই পিছু ছাড়ছে না পঞ্চায়েত নির্বাচনকে। মঙ্গলবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলে দিল নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা নিয়ে। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় সেই পরিপ্রেক্ষিতেই বলেন, আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারেন না। আদালতকে নজরে রাখতেই হবে এই পঞ্চায়েত নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে।

আইনি জট কাটছেই না পঞ্চায়েত নির্বাচনে, কমিশনের বিজ্ঞপ্তি-প্রশ্নে নজর আদালতের

কমিশনের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে, পঞ্চায়েত আইন অনুযায়ী কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে? হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে না জানিয়ে কী করে দিন ঘোষণা করা হল? তারপর কমিশন পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি করল না। মনোনয়নের দিন বৃদ্ধি করা হল প্রথমে, তারপর ভোটের নির্ঘণ্ট জারি করা হল। এটা পঞ্চায়েত আইন লঙ্ঘণ করছে বলে অভিযোগ।

এদিন আদালত পরিষ্কার জানায়, সবপক্ষ সন্তুষ্ট হলেও নির্বাচন কমিশন বিধি অনুযায়ী কাজ করছে কি না তা পর্যবেক্ষণ করতেই পারে। কমিশন যদি বিধি অনুযায়ী কাজ না করে, তা দেখে চোখ বুজে থাকতে পারে না আদালত। এদিন কংগ্রেসের করা মামলার পরিপ্রেক্ষিতে এই কথা জানান বিচারপতি।

কংগ্রেসের অভিযোগ, মনোনয়ন সময় একদিন বাড়িয়ে কমিশন বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে নির্ঘণ্ট প্রকাস করা হয়নি। পঞ্চায়েত নির্বাচন আইন অনুযায়ী এই বিজ্ঞপ্তি অসম্পূর্ণ ও বেআইনি বলে অভিযোগ। সিঙ্গল বেঞ্চ এই অভিযোগ কারিজ করে দেওয়ায় ডিভিশন বেঞ্চে যায় কংগ্রেস। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচন নজরদারির কথা বলেন।

কমিশনের আইনজীবী এই বিষয়ে যুক্তি দেন, কমিশন আইন মেনেই সব কিছু করেছে। আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। এখন সওয়াল জবাবের পর ডিভিশন বেঞ্চ এই মামলার রায় জানাবেন। তার উপরই নির্ভর করবে পঞ্চায়েত ভাগ্য।

English summary
High Court questions regarding the notification of the Commission on Panchayat election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X