For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৪০টি অভিযোগের নথি পেশের নির্দেশ, ভোটের ভবিষ্যৎ নিয়ে কী আভাস হাইকোর্টের

ভোট মানে শুধু ভোটের দিন নয়, এত যে অভিযোগ পেলেন, তার পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নিয়েছেন? সেই প্রশ্নের সদুত্তর না পেয়ে কমিশনকে কড়া ভাষায় ভর্ৎসিত করলেন বিচারপতি।

Google Oneindia Bengali News

ভোট মানে শুধু ভোটের দিন নয়, এত যে অভিযোগ পেলেন, তার পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নিয়েছেন? কমিশনকে প্রশ্ন ছুড়ে দিয়েছিল হাইকোর্ট। সেই প্রশ্নের সদুত্তর না পেয়ে কমিশনকে কড়া ভাষায় ভর্ৎসিত করলেন বিচারপতি। সোমবার সন্ধ্যার মধ্যে ৩৪১টি নথি পেশ করতে নির্দেশ জারি করলেন তিনি। মঙ্গলবার বেলা সাড়ে দশটায় মামলার রায় শোনাবেন বিচারপতি।

৩৪০টি অভিযোগের নথি পেশের নির্দেশ, ভোটের ভবিষ্যৎ নিয়ে কী আভাস হাইকোর্টের

[আরও পড়ুন:তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক কাড়াই লক্ষ্য! জানেন, কার দিকে হাত বাড়িয়েছে বিজেপি][আরও পড়ুন:তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক কাড়াই লক্ষ্য! জানেন, কার দিকে হাত বাড়িয়েছে বিজেপি]

বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে অনলাইন মনোনয়নের দাবিতে মামলা দায়ের করেছিল সিপিএম। সিপিএমের সেই মামলার পরিপ্রেক্ষিতে কমিশনের সমালোচনা করেন বিচারপতি। তিনি কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ভোট মানে শুধু ভোটের দিন নয়, ভোট প্রক্রিয়াকে ঠিকঠাক এগিয়ে নিয়ে যাওয়া কমিশনের কাজ।

[আরও পড়ুন: মনোনয়নে সন্ত্রাসের ঠেলা, পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় তৃণমূল ভেঙে বিজেপিতে][আরও পড়ুন: মনোনয়নে সন্ত্রাসের ঠেলা, পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় তৃণমূল ভেঙে বিজেপিতে]

কিন্তু যে সমস্ত অভিযোগ জমা হয়েছিল, সেই সময়ে অভিযোগ পাওয়ার পরও কী পদক্ষেপ নিয়েছে কমিশন, তা স্পষ্ট নয়। সেই কারণেই কী কী অভিযোগ জমা পড়েছে, তা আদালত দেখতে চায়। অবিলম্বে ৩৪০টি অভিযোগের নথি পেশ করতে হবে কমিশনরে। কমিশনের আইনজীবীকে এদিন সন্ধ্যার মধ্যে নথি পেশ করতে নির্দেশ দেন বিচারপতি।

সিপিএমের করা এই মামলায় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, ভাঙড়ের আন্দোলনকারীদের ৯টি হোয়াটস অ্যাপ মনোনয়ন গ্রহণ করেছে কমিশন। তাহলে বামেদের করা ইমেলের মনোনয়ন কেন গ্রাহ্য হবে না? এরপরই তিনি জানান, প্রায় ১০০০ মনোনয়ন তাঁরা দিতে না পেরে মেল করেছেন। তা শোনার পরই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন নথি পেশের। এবং মঙ্গলবার রায়দান করবেন বলেও জানিয়ে দেন বিচারপতি।

[আরও পড়ুন: মুকুলের চালে ভোল বদলেছে বিজেপির! শিয়রে সমন দেখতে শুরু করেছে তৃণমূলও ][আরও পড়ুন: মুকুলের চালে ভোল বদলেছে বিজেপির! শিয়রে সমন দেখতে শুরু করেছে তৃণমূলও ]

English summary
High Court orders to Election Commission to submit documents of complains. Justice will give verdict of CPM’ e-nomination suit on Tuesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X