For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য সরকারি কর্মীদের অধিকার ডিএ, দয়ার দান নয়! স্যাটের রায় খারিজ হাইকোর্টে

রাজ্যসরকারি কর্মীদের ডিএ আইনত অধিকার। শুক্রবার ডিএ মামলার রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, ডিএ সরকারের মর্জি নয়, ডিএ আইনি অধিকার।

Google Oneindia Bengali News

রাজ্যসরকারি কর্মীদের ডিএ আইনত অধিকার। শুক্রবার ডিএ মামলার রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, ডিএ সরকারের মর্জি নয়, ডিএ আইনি অধিকার। রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য। বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করেন, রোপা আইন অনুযায়ী মহার্ঘভাতা অধিকার। স্যাটের রায় এদিন খারিজ করে দেয় কোর্ট।

রাজ্য সরকারি কর্মীদের অধিকার ডিএ, দয়ার দান নয়

এখন প্রশ্ন, কেন্দ্রীয় সরকারি কর্মী ও রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতার বৈষম্য দূর হবে কীভাবে। হাইকোর্ট জানিয়ে দিন এই বৈষম্যের নিষ্পত্তি ঘটাবে স্যাট। রাজ্য সরকারের ট্রাইব্যুনালকে অতি সত্ত্বর এই বৈষম্য দূর করতে হবে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র পরিমাণ কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমতুল্য হবে কি না, তা স্থির করতে স্যাটকে নির্দেশ দেওয়া হয়েছে।

এপর্যন্ত রাজ্যসরকারি কর্মীদের এই ডিএ সংক্রান্ত মামলা দীর্ঘ ৩৮ বার শুনানি হয়েছে। এদিকে, এই মামলা চলাকালীনই কেন্দ্রীয় সরকারী কর্মীদের ডি এ বহুবার বৃদ্ধি পেয়েছে। ফলে, রাজ্যসরকারি ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ফারাক বেড়ে চলেছে। এর আগে, রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল বা স্যাটে মামলা করে রাজ্যসরকারি কর্মীদের একটি সংগঠন। ২০১৬ সালের কেন্দ্রীয় সরকার যখন ১২৫ শতাংশ হারে ডিএ দিয়েছে, তখন রাজ্য ৭৫ শতাংশ হারে ডি এ দেয়। এই ফারাককে তুলে ধরেই মূলত এই মামলা।

প্রায় দেড় বছর ধরে চলা এই মামলায় একাধিকবার রাজ্যকে ভর্ৎসনা করেছে রাজ্য সরকার। উল্লেখ্য, বার বার প্রস্ন ওঠে, চেন্নাই ও দিল্লিতে রাজ্যসরকারি কর্মীদের ডিএর সঙ্গে এ রাজ্যে কর্মরত রাজ্যসরকারি কর্মীদের ডিএ-র ফারাক নিয়েও। এই মামলার রায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই গেল।

English summary
High Court orders DA is legal right not caprice of government Employee. High Court gives verdict of DA suit and rejects verdict of SAT.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X