For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেট পরীক্ষার OMR sheet কেন নষ্ট? মানিক ভট্টাচার্যকে তলব করে সিবিআই তদন্তের নির্দেশ

টেট পরীক্ষার OMR sheet লোপাট সংক্রান্ত অভিযোগে ফের সিবিআইকে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। আজ মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানে দীর্ঘ শুনানি শেষে আদালত টেট পরীক্ষার খাতা

  • |
Google Oneindia Bengali News

টেট পরীক্ষার OMR sheet লোপাট সংক্রান্ত অভিযোগে ফের সিবিআইকে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। আজ মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানে দীর্ঘ শুনানি শেষে আদালত টেট পরীক্ষার খাতা কেন নষ্ট করা হল তা নিয়েও সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

মানিক ভট্টাচার্যকে তলব করে সিবিআই তদন্তের নির্দেশ

অন্যদিকে কার নির্দেশে করা হয়েছে? অবিলম্বে প্রাইমারি শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই প্রয়োজনে মানিক ভট্টাচার্য্যকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন।

আর এজন্যে রাত ৮টার মধ্যে সিবিআই দফতরে মানিককে হাজিরার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যা নিয়ে নতুন করে অস্বস্তি বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে।

ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তা কলকাতা হাইকোর্টের নির্দেশেই তদন্ত চলছে। এবার কেন নষ্ট করা হলো প্রাথমিকের OMR Sheet? সেটিও খতিয়ে দেখবে সিবিআই। ২০১৪ সালের প্রাথমিকের OMR Sheet গুলি কি আইন মেনে নষ্ট করা হয়েছিল কিনা সেটিও খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে।

শুধু তাই নয় কার নির্দেশে এবং কি উদ্দেশে নষ্ট করা হল এই OMR Sheet সেটিও কলকাতা হাইকোর্ট সিবিআইকে খতিয়ে দেখতে বলেছে। আজ মঙ্গলবারই এই বিষয়ে এফআইআর করার জন্য তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বলে রাখা প্রয়োজন, কিভাবে OMR Sheet নষ্ট করা হবে তার কোন স্পষ্ট নির্দেশিকা নেই। শুধুমাত্র পেপার মিলে পাঠানোর নির্দেশ আছে। রিপোর্ট দেখে এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এমনকি নষ্ট করার সময় পর্ষদের কোন আধিকারিক উপস্থিত ছিলেন না বলেও রিপোর্ট দেখে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শুধু তাই নয়, কত OMR Sheet নষ্ট করা হয়েছে তার সুনির্দিষ্ট সংখ্যা বলা নেই। প্রায় ১২.৯৫ লাখ বলা আছে। রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

এমনকি ২০ লাখ পরীক্ষার্থীর মধ্যে কার কার OMR Sheet নষ্ট হল তাও পর্ষদের অজানা বলে বলে মন্তব্য করেন বিচারপতি। একই সঙ্গে কেন OMR Sheet নষ্ট করা হল সে বিষয়ে টেন্ডার ডাকা হল তা নিয়েও পশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

অন্যদিকে পর্ষদের ভূমিকা নিয়েও কার্যত এদিন সন্দেহ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। এদিন মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, OMR Sheet নষ্টের বিষয়ে পর্ষদের ভূমিকা সন্দেহজনক, ঢিলেঢালা। সাংবিধানিক সংস্থার কাছ থেকে এই ভূমিকা প্রত্যাশিত নয়। এমনকি পর্ষদ এমন কোন আইন আদালতের সামনে দেখাতে পারেনি যেটা মেনে OMR Sheet নষ্ট করা হয়েছে, রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

উল্লেখ্য, মামলাকারী শান্তনু সিট এবং রাহুল চক্রবর্তীর মামলায় মঙ্গলবার কলকাতা হাই কোর্টে প্রাথমকি শিক্ষা পর্ষদের আইনজীবী জানান ২০১৭ সালের সমস্ত রেকর্ড নষ্ট হয়ে গিয়েছে। আর এরপরেই দীর্ঘ শুনানি শেষে মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Sarkari Naukri 2022: আধার সংক্রান্ত কাজের জন্য ব্যাপক নিয়োগ করবে UIDAI! রইল বিস্তারিত Sarkari Naukri 2022: আধার সংক্রান্ত কাজের জন্য ব্যাপক নিয়োগ করবে UIDAI! রইল বিস্তারিত

English summary
High court order CBI investigation against manik bhattacharya for allegation of destroying OMR sheet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X