কয়লা পাচার কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই
কয়লা পাচার কাণ্ডে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে স্বস্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আপাতত অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা-সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে রাজ্যের যেকোনও জায়গায় এই কয়লা পাচারের অবাধে তদন্ত চালাতে পারবে সিবিআই।


শুক্রবার এই সংক্রান্ত মামলায় নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝির আনা মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের এফআইআরকে চ্যালেঞ্জ করে অনুপ মাঝি ওরফে লালার আনা মামলায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সিবিআইয়ের এফআইআরের বিরুদ্ধে হস্তক্ষেপ না করলেও জানিয়েছিলেন সিবিআই শুধুমাত্র রেলের অন্তর্ভুক্ত এলাকায় সংঘটিত ঘটনার তদন্ত এবং তল্লাশি চালাতে পারবে সিবিআই। তবে, রেলের বহির্ভূত কোন এলাকায় সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া সরাসরি তল্লাশি চালাতে পারবে না। সে ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে রাজ্যের সহযোগিতা নিতে হবে। আদালতের এই নির্দেশের প্রেক্ষিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে সিবিআই।
এদিন সেই মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে স্পষ্টত জানিয়ে দিয়েছে, আপাতত কয়লা পাচার কাণ্ডে তল্লাশি চালাতে গেলে লাগবে না রাজ্যের অনুমতি। এক্ষেত্রে অবাধে তদন্ত চালাতে পারবে সিবিআই। ২৩ মার্চের মধ্যে সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। ২৭ তারিখ মামলার পরবর্তী শুনানি। তারপর এই সংক্রান্ত মামলায় নিষ্পত্তি করে দেবে আদালত।
'বাজেট তো ট্রেডমিলেই করলাম, কিছু ভাবার থাকলে ট্রেডমিলে ভেবেনি', সোজাসাপ্টা বক্তব্য মমতার