For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

TET-2022 নিয়ে সন্তোষ প্রকাশ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, ''মনে হচ্ছে কাজ ভালো হচ্ছে''

TET ২০২২ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষা নিয়ে একের পর এক কেলেঙ্কারি সামনে এসেছে। এই অবস্থায় গত ১১ ডিসেম্বর শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হয়। আর তা নিয়েই সন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্

  • |
Google Oneindia Bengali News

TET ২০২২ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষা নিয়ে একের পর এক কেলেঙ্কারি সামনে এসেছে। এই অবস্থায় গত ১১ ডিসেম্বর শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হয়। আর তা নিয়েই সন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আজ মঙ্গলবার একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সন্তোষ প্রকাশ করেন টেট নিয়ে।

বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, মনে হচ্ছে কাজ ভালো হচ্ছে

শুধু তাই নয়, 'টেট হওয়ার পর কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে কাজ ভালো হচ্ছে।' শুনানিতেই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে বিচারপতিকে তথ্য দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ আইনজীবী জানিয়েছেন, নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত টেট ২০২২ OMR শিট সংরক্ষণ করা থাকবে। আর সেই মতো ৫.৫ লক্ষের বেশি OMR শিট সংরক্ষণ করা হচ্ছে বলেও দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদ।

একের পর এক কেলেঙ্কারির মধ্যেই শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছে। তবে এবার প্রথম দিন থেকেই অনেক বেশি সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষা দফতর। এবার শিক্ষক নিয়োগ সম্পূর্ণ ভাবে মেধার ভিত্তিতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে শিক্ষা দফতর। এমনকি এই বিষয়ে কারোর কোনও সুপারিশ মেনে নেওয়া হবে না বলেও জানানো হয়।

এমনকি টেট নিয়েও সতর্ক। কোনও ধরনের যাতে অঘটন না ঘটে সেজন্যে বাড়তি একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। ইন্টারনেট বন্ধ রাখা থেকে শুরু করে প্রত্যেকটি কেন্দ্রের উপর নজরদারি রেখেছিল পর্ষদ। ১১ হাজার শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে রেকর্ড সংখ্যায় পরীক্ষার্থী এবার পরীক্ষাতে বসে। সংখ্যাটা ছিল প্রায় ৭ লাখ।

কোনও ধরণের বিতর্ক না থাকে সেজন্যে এবার পরীক্ষাতেও বেশ কিছু নতুন নিয়ম রাখা হয়। দুটি ওএমআর শিটের ব্যবস্থা রাখা হয়েছিল। একটিতে উত্তর দেওয়ার ব্যবস্থা ছিল অন্যটিতে কার্বন কপি। সেটি বাড়ি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। যাতে বিতর্ক না ওঠে সেজন্যে পর্ষদে র তরফে এই ব্যবস্থা রাখা হয়।

পাশাপাশি ইন্টারভিইয়ের ক্ষেত্রেও পুরোটাই রেকর্ড করা হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। আর এই ব্যবস্থাপনাতে খুশি কলকাতা হাইকোর্ট। এমনকি পর্ষদের কাজ নিয়েও খুশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে পর্ষদেরত কাজ নিয়ে খুশি রাজ্য সরকারও। যদিও ভালো ভাবে যাতে টেট পরীক্ষা হয় সেটি নবান্নের কাছে ছিল বড় চ্যালেঞ্জ। আর সেজন্যে পরীক্ষার আগে সমস্ত জেলার আধিকারিক দের সঙ্গেও দফায় দফায় বৈঠক করেছে নবান্ন।

English summary
high court justice ganguly claims he is satisfied after TET Exam taken in high security
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X