For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইনজীবীদের ৭০ দিনের আন্দোলনে সমাপ্তি! নয়া‘রফা’-সূত্রে স্বাভাবিক ছন্দে ফিরছে হাইকোর্ট

প্রায় আড়াই মাসের অচলাবস্থা অবশেষে কাটতে চলেছে রাজ্যের উচ্চ আদালতে। চার নতুন বিচারপতি শপথের সম্ভাবনা তৈরি হতেই রাশ আলগা করলেন আইনজীবীরা।

  • |
Google Oneindia Bengali News

প্রায় আড়াই মাসের অচলাবস্থা অবশেষে কাটতে চলেছে রাজ্যের উচ্চ আদালতে। চার নতুন বিচারপতি শপথের সম্ভাবনা তৈরি হতেই রাশ আলগা করলেন আইনজীবীরা। সব কিছু ঠিকঠাক চললে আগামী সোমবার কর্মবিরতি উঠে যেতে পারে। টানা ৭০ দিনের কর্মবিরতি তুলে ফের স্বাভাবিক কাজকর্মে ফিরতে পারেন আইনজীবীরা। ফের স্বাভাবিক ছন্দে দেখা যেতে পারে কলকাতা হাইকোর্টকে।

আইনজীবীদের ৭০ দিনের আন্দোলনে সমাপ্তি! নয়া‘রফা’-সূত্রে স্বাভাবিক ছন্দে ফিরছে হাইকোর্ট

[আরও পড়ুন: হাত বাড়ালেই 'গেরুয়া'-বাহিনী! পঞ্চায়েত ভোটে সুরক্ষা-বিতর্কে মমতাকে শ্লেষ বিজেপির ][আরও পড়ুন: হাত বাড়ালেই 'গেরুয়া'-বাহিনী! পঞ্চায়েত ভোটে সুরক্ষা-বিতর্কে মমতাকে শ্লেষ বিজেপির ]

বর্তমান পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে সোমবার চারজন নতুন বিচারপতি শপথ নিতে পারেন। আর তা হলেই আইনজীবীরা কর্মবিরতি তুলে ফের কাজে ফিরবেন বলে জানিয়েছেন। এই মর্মে সম্প্রতি বৈঠকে বসেছিল বার অ্যাসোসিয়েশন। সেখানে এই কর্মবিরতি চালিয়ে যাওয়া নিয়ে আন্দোলনকারী আইনজীবীদের মধ্যে স্পষ্ট বিভাজন তৈরি হয়। তারপর বিচারপতিদের শপথ গ্রহণের বার্তা আসার পর কালবিলনম্ব না করে কর্মবিরতি তুলে নেওয়ার পক্ষে সায় দেন আইনজীবীরা।

১৯ ফেব্রুয়ারি থেকে হাইকোর্টে চানা কর্মবিরতি চলছে। সেই থেকে আজ পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম বন্ধ। এজলাস বন্ধ থাকায় ফিরে যেতে বাধ্য হচ্ছে বিচারপ্রার্থীরা। ফের সোমবার থেকে বিচারপক্রিয়া শুরু হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচবেন তাঁরা।
সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি অমৃতা সাহা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি জয় সেনগুপ্তের শপথ নেওয়ার কথা। শুক্রবার কেন্দ্রীয় আইনমন্ত্রক নতুন বিচারপতিদের তালিকা প্রকাশ করেছে। সম্ভাব্য বিচারপতিদের একটি তালিকা থেকে চারটি নাম চূড়ান্ত করে কেন্দ্রীয় আইনমন্ত্রকে পাঠায় সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ীই বিজ্ঞপ্তি জারি হয়।

[আরও পড়ুন:পঞ্চায়েত ভোটের আগেই সুখবর, মমতার বাংলাকে সেরার 'পুরস্কার' দিল মোদী সরকার][আরও পড়ুন:পঞ্চায়েত ভোটের আগেই সুখবর, মমতার বাংলাকে সেরার 'পুরস্কার' দিল মোদী সরকার]

English summary
High Court is returning in normal rhythm for settlement formulas. Four justices take oath in High Court on Monday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X