For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন দিনের মধ্যেই ডিএ মামলার ফয়সালা! রাজ্যকে বার্তা দিয়ে কী জানাল হাইকোর্ট

ডিএ নিয়ে আর কালবিলম্ব নয়, আগেই জানিয়েছিল হাইকোর্ট। এবার তড়িঘড়ি রায় দিতে শুনানি শুরু হল আদালতে।

Google Oneindia Bengali News

ডিএ নিয়ে আর কালবিলম্ব নয়, আগেই জানিয়েছিল হাইকোর্ট। এবার তড়িঘড়ি রায় দিতে শুনানি শুরু হল আদালতে। মঙ্গলবার এই শুনানি শুরু হয়েছে, আগামী তিনদিনের মধ্যেই এই ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। তার আগে এদিন ডিএ মামলায় রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট।

তিন দিনের মধ্যেই ডিএ মামলার ফয়সালা! রাজ্যকে বার্তা দিয়ে কী জানাল হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ৪ মে শুনানিতে সাফ জানিয়ে দিয়েছিলেন, ১৭ মে-র মধ্যেই এই মামলার নিষ্পত্তি ঘটানো হবে। কিন্ত বিলম্বিত পঞ্চায়েত ভোটের কারণে শুনানি পিছিয়ে যায়। পঞ্চায়েত ভোটপর্ব শেষ হওয়ার পর সেই শুনানি এবার শুরু হয়েছে। তিনদিনের শুনানিতে এই ফয়সালা করতে চাইছে হাইকোর্ট।

[আরও পড়ুন:মমতার মন্ত্রিসভায় পদত্যাগ মন্ত্রীদের! কারা গেলেন, কারা আসছেন, জানুন সবিস্তারে][আরও পড়ুন:মমতার মন্ত্রিসভায় পদত্যাগ মন্ত্রীদের! কারা গেলেন, কারা আসছেন, জানুন সবিস্তারে]

এদিনও রাজ্য আদালতে জানায় কর্মচারীদের মহার্ঘভাতা সরকারের ইচ্ছাধীন। বিচারপতি বলেন রোপা অনুযায়ী ডিএ বা মহার্ঘভাতা সরকারি কর্মচারীদের প্রাপ্য। তিনি এ প্রসঙ্গেই একের পর এক প্রশ্নবাণে রাজ্যের এজিকে বিপর্যস্ত করে তোলেন। তিনি জিজ্ঞাসা করেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, সেক্ষেত্রে রাজ্য কীসের ভিত্তিতে ডিএ ঠিক করে? এসি ঘরে বসে কি এইসব ঠিক করা হয়?

উত্তরে অজি জানান, রাজ্য সরকারী কর্মচারীরা ঠিক করতে পারে না রাজ্য সরকার কত ডিএ দেবে, আবার কেন্দ্রের সম পরিমাণ ডিএও দাবি করতে পারে না কর্মচারীরা। স্যাটও এ কথা জানিয়েছে। কিন্তু কীসের ভিত্তিতে স্যাট এ কথা জানাল। এমনকী কোনও নথি তাঁদের কাছে রয়েছে।

[আরও পড়ুন:রাত পোহালেই মাধ্যমিকের ফলাফল, কোন কোন উপায়ে পাবেন রেজাল্ট জেনে নিন][আরও পড়ুন:রাত পোহালেই মাধ্যমিকের ফলাফল, কোন কোন উপায়ে পাবেন রেজাল্ট জেনে নিন]

এখানে উল্লেখ্য, স্যাট অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে ডিএ মামলা সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মমেন্ট এমপ্লয়িজ। উল্লেখ্য, রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে মামলায় স্যাট রায় দিয়েছিল, মহার্ঘভাতা রাজ্য সরকারের দয়ার দান। রাজ্য সরকার দয়া করলে ডিএ দেবে, ইচ্ছা না করলে দেবে না। এই রায়ের বিরুদ্ধেই মামলা এখন বিচারাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।

English summary
High Court indicates DA verdict of government Employee within three days. High Court hears continuous three days,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X