For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরএসএস পরিচালিত স্কুল বন্ধের ফরমান রদ, হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য

আরএসএস পরিচালিত স্কুল বন্ধ করার ফরমান জারি করে হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য। জেলা বিদ্যালয় পরিদর্শকের জারি করা বিজ্ঞপ্তি খারিজ কলকাতা হাইকোর্টের।

  • |
Google Oneindia Bengali News

আরএসএস পরিচালিত স্কুল বন্ধ করার ফরমান জারি করে হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্যের জেলা বিদ্যালয় পরিদর্শক। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এই মামলার রায়ে জানান, জেলা বিদ্যালয় পরিদর্শকের স্কুল বন্ধ করে দেওয়ার এক্তিয়ার নেই। এটা সম্পূর্ণ আইনবিরুদ্ধ কাজ। একমাত্র স্কুল শিক্ষা দফতর বন্ধের বিজ্ঞপ্তি জারি করতে পারে।

আরএসএস পরিচালিত স্কুল বন্ধের ফরমান রদ, হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য

আরএসএস পরিচালিত ১০টি স্কুল বন্ধ করা যাবে না বলে এদিন সাফ জানিয়ে দিয়েছে হাইকোর্ট। উত্তর দিনাজপুরের জেলা বিদ্যালয় পরিদর্শকের জারি করা বিজ্ঞপ্তি এদিন খারিজ করে দিয়ে এই রায় শোনান বিচারপতি। প্রাথমিক শিক্ষা সংসদের অনুমোদন ছাড়াই এই স্কুলগুলি চলছে বলে অভিযোগ ছিল। সেই কারণেই ২০১৭ সালের মার্চ মাসে ১০টি স্কুল বন্ধের বিজ্ঞপ্তি জারি করেন জেলা বিদ্যালয় পরিদর্শক।

এরপরই ১০টি স্কুল একত্রিত হয়ে ১০ এপ্রিল হাইকোর্টে মামলা করে। এই মামলায় স্কুলের তরফে আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় দাবি করেন, স্কুলগুলি সারদা সেবা ট্রাস্টের অধীনে চলে। প্রায় ১০ বছর ধরে এই স্কুল চলছে। পরিকাঠামোর কোনও অভাবই নেই। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

এই মামলার পরিপ্রেক্ষিতে ১২ মে হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় অন্তর্বতীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন। এরপর বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটি ওঠে ১৪ ডিসেম্বর। বিচারপতি এর পরিপ্রেক্ষিতে রাজ্যের বক্তব্য শুনতে চান। এরপর নির্দেশ দিয়েছিলেন, যতদিন না এই মামলার রায়দান হচ্ছে ততদিন স্কুল চলবে। শুক্রবার এই মামলার রায়ে বিচারপতি খারিজ করে দেন জেলা বিদ্যালয় পরিদর্শকের জারি করা বিজ্ঞপ্তি। ফলে বন্ধ হচ্ছে না আরএসএস পরিচালিত উত্তর দিনাজপুরের ১০ স্কুল।

English summary
The Calcutta High Court has dismissed the circular issued by the district school inspector to stop the RSS-operated school
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X