For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি কর্মীদের ডিএ নিয়ে কালবিলম্ব নয়, রাজ্যের আর্জি খারিজ করে সমাধান-বার্তা হাইকোর্টের

ডিএ মামলায় রাজ্য সরকারের আর্জি খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিল, ১৭ মে-র মধ্যেই এই মামলার নিষ্পত্তি ঘটানো হবে।

Google Oneindia Bengali News

ডিএ নিয়ে আর কালবিলম্ব নয়। চটজলদি ডিএ মামলার সমাধান চায় আদালত। কলকাতা হাইকোর্টে স্বাভাবিক কাজকর্ম শুরু হওয়ার পরই তা পরিষ্কার করে দিলেন খোদ বিচারপতি। রাজ্য সরকারের আর্জি খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিল, ১৭ মে-র মধ্যেই এই মামলার নিষ্পত্তি ঘটানো হবে।

সরকারি কর্মীদের ডিএ নিয়ে কালবিলম্ব নয়, রাজ্যের আর্জি খারিজ করে সমাধান-বার্তা হাইকোর্টের

[আরও পড়ুন:'কালনাগিনী' বিজেপি ঢোকার চেষ্টা করছে বাংলায়! বিদায়-বার্তায় 'গান' শোনালেন মদন][আরও পড়ুন:'কালনাগিনী' বিজেপি ঢোকার চেষ্টা করছে বাংলায়! বিদায়-বার্তায় 'গান' শোনালেন মদন]

রাজ্য চেয়েছিল ডিএ মামলার শুনানি হোক গ্রীষ্মের ছুটির পর। কিন্তু হাইকোর্ট তা চাইছে না। হাইকোর্ট চাইছে, তড়িঘড়ি তা সমাধান করতে। সেই আঙ্গিকেই রাজ্য সরকারের আর্জি খারিজ করে দেওয়া হয়। হাইকোর্টের যুক্তি, ৭০ দিন ধরে আদালতে কর্মবিরতি চলেছে। ফলে এতদিন আটকে ছিল গুরুত্বপূর্ণ এই মামলা।

সোমবার ফের হাইকোর্টের স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। এরপর এই ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মমেন্ট এমপ্লয়িজ। যার প্রেক্ষিতে আদালত নির্দেশ দেয় এই মামলার দ্রুত নিষ্পত্তি ঘটানো হবে।

আগামী ১৭ মে-র মধ্যে এই মামলার নিষ্পত্তি ঘটাতে ইতিমধ্যেই নির্দেশ জারি করেছে হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছে ৮, ১০, ১৫ ও ১৭ মে মামলাটির শুনানির করে নিষ্পত্তি ঘটাতে। ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে উল্লেখিত চারদিন।
রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দাবি করেন, এই মুহূর্তে হাইকোর্টে পঞ্চায়েত সংক্রান্ত একাধিক মামলা চলছে। তাই ডিএ মামলা যদি গ্রীষ্মের ছুটির পর ওঠে, তা বিবেচনা করতে। কিন্তু রাজ্যের এই আর্জি খারিজ করে দেওয়া হয়।

বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানির দিন ধার্য করে দেয়।
স্যাট অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ জানিয়েই হাইকোর্টে ডিএ মামলা সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মমেন্ট এমপ্লয়িজ।

উল্লেখ্য, রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে মামলায় স্যাট রায় দিয়েছিল, মহার্ঘভাতা রাজ্য সরকারের দয়ার দান। রাজ্য সরকার দয়া করলে ডিএ দেবে, ইচ্ছা না করলে দেবে না। এই রায়ের বিরুদ্ধেই মামলা এখন বিচারাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।

[আরও পড়ুন: মহেশতলায় বিজেপি প্রার্থী কে, নোয়াপাড়া-কাণ্ড এড়াতে তড়িঘড়ি চূড়ান্ত হয়ে গেল নাম][আরও পড়ুন: মহেশতলায় বিজেপি প্রার্থী কে, নোয়াপাড়া-কাণ্ড এড়াতে তড়িঘড়ি চূড়ান্ত হয়ে গেল নাম]

English summary
High Court gives order to dispose the DA suit of Government Employee immediately. High Court rejects the petition of State
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X