For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এনআরএস-এর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক', পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

এনআরএস কাণ্ড নিয়ে এবার আদালতেও ধাক্কা খেল রাজ্য সরকার।

  • |
Google Oneindia Bengali News

'এনআরএস-এর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক', মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণের। পাশাপাশি, এনআরএস কাণ্ড নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণ ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ আদালতের পর্যবেক্ষণে এও মনে করিয়েছেন, 'ডাক্তারি একটি মহান পেশা। ডাক্তাররা পাশ করে শপথ নেওয়ার সময় বলেন, যেকোনও পরিস্থতিতে মানুষের সেবা করব। সেই ডাক্তাররা এই ঘটনার মোকাবিলা কর্মবিরতি দিয়ে করবে সেটা কাম্য নয়।

এনআরএস-এর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক

এছাড়াও আদালত তার পর্যবেক্ষণে আরও জানিয়েছে, 'সাধারণ মানুষের বৃহৎ স্বার্থের কথা মাথায় রেখেই জুনিওর ডাক্তারদের বিরোধ মিটিয়ে নেওয়া উচিত। তারা এই ভাবে জনগণের স্বার্থের কথা ভুলে প্রতিবাদ করতে পারে না।'

একই সঙ্গে রাজ্যকে ডিভিশন বেঞ্চের নির্দেশ, 'সেদিনের ঘটনায় রুগী মৃত্যু থেকে আজ পর্যন্ত রাজ্য সরকারের কি কি পদক্ষেপ নিয়েছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে। আগামী ২১ জুন মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন প্রবাসী চিকিৎসক কুণাল সাহা। তিনি জানান, গত ১০ ই জুন কলকাতার নীলরতন সরকার হাসপাতালের ঘটনায় রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা বন্ধ করে কর্মবিরতি করছে। অধিকাংশ জায়গায় চিকিৎসা পরিষেবা বন্ধ। যার জেরে বেশ কয়েক জন মারাও গিয়েছে। বেশিরভাগ মুমুর্ষ রোগী চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। তার ডাক্তার দের আবেদন মেনে তাদের নিরাপত্তা দেওয়া হোক। এবং আদালত এবিষয়ে হস্তক্ষেপ করুক।

তাঁর আরও দাবি, দেশের শীর্ষ আদালত এবং রাজ্যের শীর্ষ আদালত চিকিৎসকদের ধর্মঘট এবং কর্মবিরতি নিয়ে যে রায় দিয়েছে সেই রায় কে অমান্য করেই জুনিয়ার ডাক্তাররা মানুষকে পরিষেবা বন্ধ করে কর্মবিরতি করছেন। অবিলম্বে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলোতে মানুষ যাতে চিকিৎসা পরিষেবা পায় এবং কোন রোগী কে হাসপাতাল থেকে ফেরত না পাঠানো হয়।

এর প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ রাজ্য কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চায়। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, 'পুলিশ এফআইআর দায়ের করেছে। ঘটনায় ৫ জনকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে।' এজি আরও জানান, 'মুখ্যমন্ত্রী আন্দোলনকারী ডাক্তার দের কাজে যোগ দেওয়ার জন্য আবেদনও করেছেন সিনিওর ডাক্তারদের এবিষয়ে হস্তক্ষেপ করতে ও বলা হয়েছে।'

English summary
High Court do not want to ban Doctor's agitation, seek answer from state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X