For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"জাতীয় খাদ্য সুরক্ষা আইনে'র পরিপন্থী', দুয়ারে রেশন প্রকল্প খারিজ করল হাইকোর্ট

"দুয়ারে রেশন" প্রকল্প "জাতীয় খাদ্য সুরক্ষা আইন- ২০১৩ র পরিপন্থী। নির্দেশে এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট।শুধু তাই নয়, আইনের চোখে এই প্রকল্পের কোন গ্রহনযোগ্যতা নেই বলেও নির্দেশে জানাল কলকাতা হাইকোর্ট। ফলে খারিজ হয়ে গেল র

  • |
Google Oneindia Bengali News

"দুয়ারে রেশন" প্রকল্প "জাতীয় খাদ্য সুরক্ষা আইন- ২০১৩ র পরিপন্থী। নির্দেশে এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট।
শুধু তাই নয়, আইনের চোখে এই প্রকল্পের কোন গ্রহনযোগ্যতা নেই বলেও নির্দেশে জানাল কলকাতা হাইকোর্ট। ফলে খারিজ হয়ে গেল রাজ্যের দুয়ারে রেশন প্রকল্প।

দুয়ারে রেশন প্রকল্প খারিজ করল হাইকোর্ট

আজ বুধবার বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। দীর্ঘ শুনানি শেষে আদালত এহেন নির্দেশ জানিয়েছে। যা রাজ্যের কাছে বড়সড় ধাক্কা হিসাবেই মনে করা হচ্ছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে রেশন ব্যবস্থা নিয়ে আসার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানিয়েছিলেন, রেশনের জন্য এবার থেকে লাইনের আর প্রয়োজন পড়বে না। এমনকি ক্ষমতায় ফিরলে মানুষের দুয়ারে রেশন পৌঁছে যাবে বলেও কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতার মুখে দুয়ারে রেশন ব্যবস্থার কথা উঠে আসে।

সেই মতো বাংলায় ফের একবার তৃণমূল সরকার তৈরি হওয়া মাত্র প্রতিশ্রুতি রাখেন মুখ্যমন্ত্রী। সরকার গঠন হতেই প্রতি বাড়িতে গিয়ে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। এমনকি এজন্য নির্দিষ্ট পরিকল্পনাও তৈরি করে নবান্ন। কিন্ত্য পরিকল্পনা করলেও তা বাস্তবায়নে রীতিমত হিমশিম খেতে হয় সরকারকে।

এই বিষয়ে একের পর এক বিষয়ে সামনে রেখে দুয়ারে রেশন নিয়ে প্রশ্ন তোলেন রেশন ডিলাররা। এমনকি এক্ষেত্রে খরচ অনেকটাই বাড়বে বলেও অভিযোগ ছিল রেশন ডিলারদের। যদিও বিষয়টি নিয়ে সরকার একাধিকবার আলোচনা করলেও তা মানতে নারাজ ডিলার অ্যাসোসিয়েশন সহ একাধিক সংগঠন।

আর রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেও সিঙ্গল বেঞ্চে মামলা করেন একাধিক রেশন ডিলার। যদিও সেই মামলার শুনানি হলেও তা খারিজ হয়ে যায়। নতুন করে ডিভিশন বেঞ্চে ফের এই সংক্রান্ত বিষয়ে আবেদন জানানো হয় ডিলারদের তরফে। বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।

কয়েক দ্ফায় এই বিষয়ে শুনানি চলে। সেই মামলাতেই বুধবার মমতা সরকারের 'দুয়ারে সরকার' প্রকল্পের আইনি বৈধতা নেই জানিয়ে দিলেন বিচারপতিরা। শুদঝু তাই নয়, এই প্রকল্প "জাতীয় খাদ্য সুরক্ষা আইন- ২০১৩ র পরিপন্থী বলেও জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এবার সরকারের কি পদক্ষেপ হবে সেদিকেই নজর সবার।

বলে রাখা প্রয়োজন, এর আগে দিল্লিতে দুয়ারে রেশন ব্যবস্থা নিয়ে এসেছিলেন কেজরিওয়াল সরকার। কিন্ত্য আদালতের নির্দেশে সেখানে মুখ থুবড়ে পড়ে। এমনকি বন্ধ করে দেওয়া হয় সেই প্রকল্প। এবার রাজ্যেও বড় ধাক্কা তৃণমূল সরকারের।

English summary
High Court division bench order against Stat Govt's Duare Ration project
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X