For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভ্যালেন্টাইন সপ্তাহে শহর কলকাতার বুকে হেরিটেজ কারে হেরিটেজ ট্যুর

ভ্যালেন্টাইন সপ্তাহে শহর কলকাতার বুকে হেরিটেজ কারে হেরিটেজ ট্যুর

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন সপ্তাহ। এই ভ্যালেন্টাইন সপ্তাহ উপলক্ষে এই প্রথম শহর কলকাতার বুকে অনুষ্ঠিত হল হেরিটেজ কারে হেরিটেজ ট্যুর। যেখানে অংশ নেয় মোট ৮০টি ভিন্টেজ গাড়ি-সহ ১৫টি ভিন্টেজ বাইক।

ভ্যালেন্টাইন সপ্তাহে শহর কলকাতার বুকে হেরিটেজ কারে হেরিটেজ ট্যুর

জানা গিয়েছে, অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইণ্ডিয়া আয়োজিত রবিবার শীতের সকালে শতাব্দীপ্রাচীন ক্যালকাটা ক্লাব থেকে এই হেরিটেজ ট্যুর শুরু হয়। ঐতিহ্যবাহী বিরল ইণ্ডিয়ান এবং বিদেশি লেফট হ্যান্ড জিপ সহ একাধিক প্রাচীন বাইক ও গাড়ি এদিনের সকালে শহরের বুকে হেরিটেজ ট্যুরে সামিল হয়।

এদিনের সকালে ভালোবাসার মানুষজনদের সঙ্গে নিয়ে ভিন্টেজ কারে চড়ে বেরিয়ে পড়লেন হেরিটেজ প্রিয় একদল মানুষ। ভিন্টেজ কারে চড়ে মনের মানুষদের সঙ্গে নিয়ে তারা ঘুরলেন নেতাজীর বাড়ি হয়ে বিদ্যাসাগরের বাড়ি হয়ে বিবেকানন্দের বাড়ি হয়ে শহরের একের পর এক ঐতিহ্যবাহী ইমারৎ।

এদিনের হেরিটেজ ট্যুরে অংশ নেওয়া গাড়িগুলির মধ্যে বেশির ভাগ গাড়িই সেঞ্চুরি পার করেছে, আবার অনেকের গাড়ি সেঞ্চুরির দরজায়। হেরিটেজ গাড়িতে চড়ে যেমন প্রবীনরা ভ্যালেন্টাইন সপ্তাহ মানালেন তেমনি অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েও এই র‍্যালিতে অংশ নেন।

হেরিটেজ কারের পাশাপাশি এদিনের সফরে ছিল বেশ প্রাচীন কিছু মোটরবাইকও। যার মধ্যে এরকম বাইকও রয়েছে যেটি বিশ্বযুদ্ধের সময় সেনার বিমান থেকে ফেলে দেওয়া হত তারপর সেটি নিয়ে চালতেন সেনারা। বাইকগুলি ছিল এতটাই মজবুত ছিল যে অতো ওপর থেকে পড়েও শুধু আস্ত থাকতো তাই নয়, রীতিমতো সেগুলো ব্যবহার করতেন সেনারা।

জানা যায়, এদিন মোট ৮০টি ভিন্টেজ গাড়ি এছাড়াও ১৫টি ভিন্টেজ বাইক অংশ নেয় এই র‍্যালিতে। এই ঐতিহ্যবাহী গাড়িগুলির মধ্যে পশ্চিমবাংলার বিভিন্ন রাজবাড়ির গাড়িও অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মদন মিত্র । তিনি নিজে একটি পুরনো স্কুটার চালিয়ে প্রতিযোগীদের উৎসাহ দেন। অনুষ্ঠানের প্রথম থেকে শেষ অবধি তিনি থাকেন এবং সমস্ত বিষয়টি তদারকি করেন।

English summary
Heritage Car Heritage Tour started in the heart of Kolkata on Valentine's Week
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X