For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সকাল থেকেই মেঘলা আকাশ! ওড়িশায় ঘনীভূত নিম্নচাপের প্রভাব রাজ্যে কতটা, জানুন বিস্তারিত

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবারের জন্য এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই।

  • |
Google Oneindia Bengali News

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবারের জন্য এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। রাজ্যের বাকি অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে নিম্নচাপের জেরে ওড়িশায় প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

সকাল থেকেই মেঘলা আকাশ! ওড়িশায় ঘনীভূত নিম্নচাপের প্রভাব রাজ্যে কতটা, জানুন বিস্তারিত

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে আগামী তিনদিন। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

[আরও পড়ুন:পঞ্চায়েত গঠনে বিজেপির সরাসরি ডাক 'দিশেহারা' সিপিএমকে, সুর চড়াচ্ছে তৃণমূল ][আরও পড়ুন:পঞ্চায়েত গঠনে বিজেপির সরাসরি ডাক 'দিশেহারা' সিপিএমকে, সুর চড়াচ্ছে তৃণমূল ]

অসমের পূর্বাংশ এবং সংলগ্ন এলাকার ওপরে ঘূর্ণাবর্ত রয়েছে। যার প্রবাল পড়তে পারে উত্তরবঙ্গের কিছু অংশে।

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের ওপরে থাকা নিম্নচাপ ঘনীভূত হয়েছে। যা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর অবস্থান করছে। একইসঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত।

[আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায় 'ভুল'! বাম নেতার মার্কসীয় তত্ত্বে বিতর্ক][আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায় 'ভুল'! বাম নেতার মার্কসীয় তত্ত্বে বিতর্ক]

মৌসুমী অক্ষরেখার পূর্ব দিকের অংশ ডালটনগঞ্জ, জামশেদপুর হয়ে সুষ্পষ্ট নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উপকূল ওড়িশার ওপর বিস্তৃত রয়েছে। এরপর দক্ষিণপূর্ব দিকে অগ্রসর হয়ে আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

[আরও পড়ুন:বন্যায় বাংলায় মৃত দুশো ছুঁইছুঁই, সারা দেশে ঘরছাড়া ১৮ লক্ষ মানুষ][আরও পড়ুন:বন্যায় বাংলায় মৃত দুশো ছুঁইছুঁই, সারা দেশে ঘরছাড়া ১৮ লক্ষ মানুষ]

নিম্নচাপ ঘনীভূত হওয়ায় সমুদ্র উত্তাল হতে পারে। সেই জন্য পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে অনুরোধ করা হয়েছে।

English summary
Heavy Rainfall warning over Odisha due to well marked low pressure area over Northwest Bay of Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X