For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিশিল্ড নিয়ে খারাপ রিপোর্ট শহরে, হাসপাতালে স্বাস্থ্যকর্মী, করোনা টিকা নিয়ে নতুন উদ্বেগ

কোভিশিল্ড নিয়ে খারাপ রিপোর্ট শহরে, হাসপাতালে স্বাস্থ্যকর্মী, করোনা টিকা নিয়ে নতুন উদ্বেগ

Google Oneindia Bengali News

কোভিশিল্ড নিয়ে নতুন আতঙ্ক শহরে। করোনা টিকা নিয়ে গুরুতর অসুস্থ স্বাস্থ্যকর্মী। ভর্তি হয়েছেন আরজিকর হাসপাতালে। অবস্থা এতোটাই খারাপ যে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক বেড়েছে। কোভিশিল্ড নেওয়ার পর অসুস্থ হওয়ার খবর এই প্রথম এল রাজ্যে। এর আগে কোভ্যাক্সিন নিয়ে অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল দেশে। সেকারণে কোভ্যাক্সিন নেওয়ার ক্ষেত্রেও অনিহা দেখা গিয়েছে।

কোভিডশিল্ড নিয়ে খারাপ রিপোর্ট শহরে

সূত্রের খবর গত ৫ ফেব্রুয়ারি করোনা টিকা নেন ওই স্বাস্থ্যকর্মী। শহরের একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন তিনি। ৮ তারিখ থেকেই তাঁর শরীরে ব়্যাশ বেরোতে শুরু করে। প্রথমে পরিবারের লোকেরা তাঁকে দক্ষিণ দমদম হাসপাতালের ভর্তি করেছিলেন। সেখান থেকে তাঁকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

যদিও আপাতত তাঁর অবস্থা অনেকটাই ভাল বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তবে টিকা থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন কিনা এই নিয়ে বিশেষ তদন্ত চলছে। খতিয়ে দেখা হচ্ছে তাঁর যাবতীয় রিপোর্ট। তবে এই ঘটনা প্রকাশ্যে আসায় কোভিশিল্ড নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। রাজ্যে ইতিমধ্যেই ২ দফায় করোনা টিকাকরণ হয়েছে। মার্চ মাস থেকে ফের আরও এক দফায় করোনা টিকাকরণ শুরু হবে। তার আগে এই ঘটনা প্রকাশ্যে আসায় করোনা টিকা নিয়ে উদ্বেগ বেড়েছে রাজ্যে। কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন নিয়ে একাধিক হাসপাতালে অনিহা দেখা গিয়েছে। অনেকেই কোভিশিল্ড নিতে চাইছেন না বলে খবর।

English summary
Health worker of Kolkata getting ill after taking Covishild vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X