কলকাতার পানীয় জলের স্বাস্থ্যের অবস্থা বেহাল, সরকারি রিপোর্ট প্রকাশ
কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের একটি সমীক্ষায় দেখা যায় পানীয় জলের ক্ষেত্রে একদমই নিরাপদ নয় কলকাতা। সম্প্রতি ২০টি রাজ্যের রাজধানীর থেকে এই গবেষাণার জন্য পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়। তাতে দেখা যায় বাণিজ্য নগরী মুম্বইয়ের পানীয় জল পানের উপযোগী হলেও, বাংলার রাজধানী কলকাতার জলের স্বাস্থ্য খুবই খারাপ বলে উল্লেখ করা হয়েছে ওই সমীক্ষায়।

অন্যদিকে ভারতের পানীয় জলের মানদণ্ড অনুযায়ী (বআইএস) কলকাতার পাশাপাশি দিল্লি এবং চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলিতেও পানীয় জলের স্বাস্থ্য খুবই খারাপ বলে উল্লেখ করা হয়েছে। পানীয় জলের গুণমান নির্ধারণের সূচকে ১১টি প্যারামিটারের মধ্যে এই তিনটি শহর প্রায় ১০টি ব্যর্থ হয়েছে বলে জানা যাচ্ছে।
যদিও গবেষণায় মুম্বই কিছুটা ভালো জায়গায় রয়েছে ভারতের বাণিজ্যনগরী। তাই এক্ষুনি পানীয় জলের জন্য মুম্বইয়ের বাসিন্দাদের জল পরিশোধক কেনার প্রয়োজন নেই বলেও ওই সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও মুম্বই ছাড়া অন্যান্য ১৭টি রাজ্যের রাজধানী থেকে প্রাপ্ত পানীয় জলের নমুনা গুলি কোনওটাই ভারতীয় স্ট্যান্ডার্ড (আইএস) -১০৫০০: ২০১২' অনুসারে ছিল না বলেও জানা গেছে।
এই বিষয়ে দ্বিতীয় পর্বের সমীক্ষা প্রকাশ করে উপভোক্তা বিষয়ক মন্ত্রী রাম বিলাস পাসওয়ান বলেন, "২০ টি রাজ্যের রাজধানীর মধ্যে মুম্বই থেকে প্রাপ্ত পানীয় জলের নমুনা গুলিই একমাত্র ভারতীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী ১১টি প্যারামিটারের মধ্যে প্রায় সব গুলিই মেনে চলছে। অন্য শহরগুলি এক বা একাধিক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে।"
এই সমস্যার প্রাথমিক সমাধান হিসাবে সারাদেশে টানা পাইপের মাধ্যমে পানীয় জল সরবরাহের দিকেও জোর দেওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফে এই বিষয়ে রাজ্য সরকারগুলিকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।