For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহরের ১৩টি ওয়ার্ডে জরি ডেঙ্গি সতর্কতা, আপনার ওয়ার্ডে তালিকায় নেই তো! জেনে নিন

শহরের ১৩টি ওয়ার্ডে জরি ডেঙ্গি সতর্কতা, আপনার ওয়ার্ডে তালিকায় েনই তো! জেনে নিন

Google Oneindia Bengali News

করোনার আড়ালে শহরে চুপিসারে বেড়ে উঠেছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের রিপোর্টে আতঙ্ক বেড়েছে। শহরের ১৩টি ওয়ার্ডে সতর্কতা জারি করা হয়েছে। ডেঙ্গি সংক্রমণ মারাত্মক হারে বেড়েছে এই শহরে। জেলা শহরেও ডেঙ্গি সংক্রমণ ছড়িয়েছে। সম্প্রতি কালীঘাটে এক কিশোরের ডেঙ্গি সংক্রমণে মৃত্যুর ঘটনায় টনক নড়ে স্বাস্থ্য দফতরের। তারপরেই সব ওয়ার্ডে খোঁজ খবর শুরু হয়। তারপরেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য।

ডেঙ্গি সতর্কতা ১৩টি ওয়ার্ডে

ডেঙ্গি সতর্কতা ১৩টি ওয়ার্ডে

শহরে হু হু করে ছড়াচ্ছে ডেঙ্গি। করোনার আড়ালে যেভাবে ডেঙ্গি সংক্রমণ ছড়িয়েছে শহরে তাতে আঁতকে ওযার পরিস্থিতি হয়েছে স্বাস্থ্য দফতরের। রিপোর্ট বলছে ৭ গুণ বেশি ডেঙ্গি ছড়িয়েছে শহরে। শহরের ১৩টি ওয়ার্ডের অবস্থা সবচেয়ে খারাপ। সেগুলি প্রায় ডেঙ্গির আঁতুড়ঘরে পরিণত হয়েছে। গতবছরের থেকে বিপুল হারে বেড়েছে শহরে এবং জেলায় ডেঙ্গি সংক্রমণ। শুধুমাত্র কলকাতা শহরে ডেঙ্গি সংক্রমণ ২২৯। পরিস্থিতি সামাল দিতে মেয়র ফিরহাদ হাকিম বৈঠক করেছিলেন তাতে ডেঙ্গি মোকাবিলায় সব ওয়ার্ডকে সতর্ক থাকতে বলা হয়েছে। শহরের ১৩টি ওয়ার্ডকে অতি ডেঙ্গি প্রবণ বলে সতর্কতা জারি করা হয়েছে।

কোন কোন ওয়ার্ড অতি ডেঙ্গি প্রবণ

কোন কোন ওয়ার্ড অতি ডেঙ্গি প্রবণ

শহরের যে ১৩টি ওয়ার্ডকে অতি ডেঙ্গি প্রবণ বলে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে ৬,২৬,৫৩, ৫৯,৬৯,৭৪, ৮২, ৮৩, ৯৩, ৯৪,১১২,১১৭, ১২১। ইতিমধ্যেই সেই সব ওয়ার্ডে পুরসভাগুলিেক সতর্ক করা হয়েছে। পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সতর্কতা জারি করে প্রস্তুত থাকতে বলা হয়েছে। রক্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে সতর্ক থাকতে বলা হয়েছে।

ডেঙ্গি সংক্রমণ উত্তর ২৪ পরগনাতেও

ডেঙ্গি সংক্রমণ উত্তর ২৪ পরগনাতেও

উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় ডেঙ্গি সংক্রমণ ছড়িয়েছে। বাগুইআটি, বিধাননগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি সংক্রমণ ছড়াতে শুরু করেছে। পানিহাটি পুর এলাকায় ৪৫ জন,বিধাননগরে ৩৪ জন, কামারহাটিতে ৩৩,0
হাবড়া ২ নম্বর ব্লকে ১৭জন,ব্যারাকপুর ২ নম্বর ব্লকে ১৬ জন, রাজারহাটে ১২ জন এবং বারাসাতে ৬ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।

হাওড়া জেলাতেও একাধিক জায়গায় ডেঙ্গি সংক্রমণ

হাওড়া জেলাতেও একাধিক জায়গায় ডেঙ্গি সংক্রমণ

হাওড়া জেলার একাধিক জায়গায় ডেঙ্গি সংক্রমণ ছড়িেয়ছে। অথচ প্রথম থেকে হাওড়া জেলায় ডেঙ্গি সচেতনতার প্রচার করা হয়েছিল। বালি পুরসভার একাধিক এলাকায় ছড়িয়েছে ডেঙ্গিসংক্রমণ। ঘিঞ্জি এবং ঘনজনবসতি পূর্ণ হওয়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সেইসব জায়গায় বেশি ছড়িয়েছে। আসানসোলর একাধিক ওয়ার্ডেও ডেঙ্গি সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ইংরেজবাজারেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। হুগলি েজলার রিষড়াতেও ডেঙ্গি সংক্রমণ বাড়ছে। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর এবং উত্তরবঙ্গের শিিলগুড়ি পুরসভাতেও ডেঙ্গি সংক্রমণ ছড়িয়েছে।

স্বরাষ্ট্র নিজের হাতে রেখে, তেজস্বীকে স্বাস্থ্য দফতর দিলেন নীতীশ, একনজরে দফতর বণ্টনের তালিকাস্বরাষ্ট্র নিজের হাতে রেখে, তেজস্বীকে স্বাস্থ্য দফতর দিলেন নীতীশ, একনজরে দফতর বণ্টনের তালিকা

English summary
Dengue alert issued at 13 ward of Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X