For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনের কাজ থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ প্রধান শিক্ষক-শিক্ষিকারা

নির্বাচনের কাজ থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ প্রধান শিক্ষক-শিক্ষিকারা

  • |
Google Oneindia Bengali News

সামনেই ২১ এর বিধানসভা নির্বাচন, তার আগে ভোটের কাজের জন্য নির্বাচন কমিশন প্রতিহিংসা মূলক আচরণ করছে এই অভিযোগ তুলে নির্বাচনের কাজ থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রধান শিক্ষক-শিক্ষিকারা। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টে।

নির্বাচনের কাজ থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ প্রধান শিক্ষক-শিক্ষিকারা

মামলাকারি শিক্ষকদের রাজ্য সংগঠন এডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড হেডমিস্ট্রেসেস (পূর্বতন স্টেট ফোরাম অফ হেডমাস্টার্স এন্ড হেডমিস্ট্রেসেস) এর সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি জানান, বিদ্যালয় প্রধান শিক্ষক সিঙ্গেল ক্যাডার পোস্ট। সেই সাথে বিদ্যালয়ের প্রশাসনিক, শিক্ষা, সহ শিক্ষা সমস্ত ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত হলেন প্রধান শিক্ষক- শিক্ষিকারা। ফলে তাঁদেরকে ইলেকশন ডিউটি দিলে একদিকে যেমন বিদ্যালয়ে অচলাবস্থা হয়, তেমনি যে সমস্ত স্কুলে পোলিং স্টেশন, কি সেক্টর অফিস হয় সেখানেও নানান সমস্যা দেখা দেয়।
শুধু তাই নয়, চন্দন বাবু জানান, বেতন কাঠামো অনুযায়ী নির্বাচনের কাজে দায়িত্ব বন্টনের নিয়ম ও মানা হয়নি।

অনেক প্রধান শিক্ষক- শিক্ষিকাকে ফার্স্ট পোলিং এমনকি সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্বও দেওয়া হয়েছে। সোসাইটির পক্ষ থেকে নির্বাচনের বহু আগে থেকে ইলেকশন কমিশনকে এই বিষয়ে বারবার ডেপুটেশন দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে তাঁদের সেই সময়ের দেওয়া মৌখিক আশ্বাস এর কোনো প্রতিফলন দেখা যায়নি। তাই বাধ্য হয়েই মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। আগামী ১ মার্চ মামলাটি বিচারপতি অনিরুদ্ধ বসু র এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে।

সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর! ভোটের মরশুমে ডিএ বাড়ানোর ভাবনা সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর! ভোটের মরশুমে ডিএ বাড়ানোর ভাবনা

English summary
Headmasters move to the High Court seeking exemption from work of West Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X