For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার শরণে হাসিন, শামি ইস্যুতে আদালতে জবানবন্দির পর চিঠি নিয়ে সটান কালীঘাটে

আগেই শামির স্ত্রী হাসিন জাহান সাহায্যের আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবার একেবারে শামি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছুটে গেলেন তিনি।

Google Oneindia Bengali News

আগেই শামির স্ত্রী হাসিন জাহান সাহায্যের আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবার একেবারে শামি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছুটে গেলেন তিনি। সোমবার আলিপুর আদালতে জবানবন্দি দেওয়ার পর হাসিন সটান মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান সাহায্যের আর্তি নিয়ে। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি তাঁর। মুখ্যমন্ত্রী তখন নবান্নে ব্যস্ত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে।

মমতার শরণে হাসিন, শামি ইস্যুতে আদালতে জবানবন্দির পর চিঠি নিয়ে কালীঘাটে

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে একটি চিঠি লিখে আবেদন করে আসেন হাসিন। শামি ইস্যুতে তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ তুলে সাহায্য দাবি করেন তিনি। এদিন হাসিন আলিপুর আদালতে বিচারকের এজলাসে গোপন জবানবন্দি দেন। আর কলকাতা পুলিশের গোয়েন্দারা শামির উত্তরপ্রদেশের বাড়িতে গিয়ে তদন্ত চালান।

এদিন শ্রীলঙ্কা সফর সেরে ভারতীয় দল ফিরছে দেশে। ভারতী দল ফিরলে কোচ রবি শাস্ত্রী ও খেলোয়াড়দের জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। শামির স্ত্রী হাসিন স্বামীর বিরুদ্ধে একাধিক মহিলা সংসর্গের অভিযোগ করেন। সেইসঙ্গে শামির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেন হাসিন।

হাসিনের অভিযোগ, শামি তাঁর দাদাকে দিয়ে যোন নির্যাতনের চেষ্টা করে তাঁর উপর। তাঁকে খুনের চেষ্টা করা হয়। এদিন আবার তিনি অভিযোগ করেন, শামির দাদা তাঁর শ্যালিকার সঙ্গে শামির বিয়ে দেওয়ার জন্য তাঁর সংসার ভাঙার চেষ্টা করেছে। এই অভিযোগ জানিয়েই মুখ্যমন্ত্রী কাছে তাঁর আর্জি তাঁকে সাহায্যের। এদিন চিঠিতেও এই আবেদন জানান হাসিন।

English summary
Hasin Jahan has gone to Mamata Banerjee’s house at kalighat. She gives secret statement at Alipur court and then appears in CM”s house with a letter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X