For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জমা জলে ডুবল বাস, পাতিপুকুরে যাত্রীদের উদ্ধারে স্থানীয়রা

বাসের সিট ডুবল জমা জলে। শুক্রবার বিকেলের ঘণ্টা ২-এর মুষলধারায় বৃষ্টিতে শহরের বিভিন্ন অংশের সঙ্গে জল জমে পাতিপুকুর রেলব্রিজের তলাতেও। হঠাৎই একটি বাস আটকে পড়ে জমা জলে। স্থানীয়রা উদ্ধার করেন যাত্রীদের

  • |
Google Oneindia Bengali News

বাসের সিট ডুবল জমা জলে। শুক্রবার বিকেলের ঘণ্টা দুয়েকের মুষলধারায় বৃষ্টিতে শহরের বিভিন্ন অংশের সঙ্গে জল জমে পাতিপুকুর রেল ব্রিজের তলাতেও। হঠাৎই একটি বাস এসে আটকে পড়ে জমা জলে। পরে স্থানীয় লোকেরা যাত্রীদের উদ্ধার করেন।

জমা জলে ডুবল বাস, পাতিপুকুরে যাত্রীদের উদ্ধারে স্থানীয়রা

বিকেল থেকে সন্ধের মধ্যে শহর জুড়ে মুষলধারায় বৃষ্টি। হঠাৎই ৩সি/১ রুটের একটি বাস পাতিপুকুর রেলব্রিজের তলায় জমা জলের মধ্যে দিয়েই যেতে যায়। কিন্তু জল বেশি থাকায় আন্ডারপাসের মাঝামাঝি জায়গায় ইঞ্জিনে জল ঢুকে আটকে পড়ে বাসটি। সেই সময় বাসে জনা চল্লিশের যাত্রী ছিলেন।

জমা জলে ডুবল বাস, পাতিপুকুরে যাত্রীদের উদ্ধারে স্থানীয়রা

আস্তে আস্তে জল বাড়তে থাকায় বাসের দরজার অর্ধেকটা জলে ভরে যায়। আতঙ্কে যাত্রীরা চিৎকার শুরু করেন। স্থানীয়রা বাঁশ-কাঠ জোগার করে আন্ডারপাসের রেলিং-এর ওপর দিয়ে বাসের ভিতর পর্যন্ত ব্রিজের মতো করে দেন। এরপর যাত্রীদের বের করে আনা সম্ভব হয়। বাসের চালক জলের গভীরতা আঁচ করতে না পেরে ভেবেছিলেন, তিনি বাস নিয়ে জল পেরিয়ে যেতে পারবেন। কিন্তু বাসটি আটকে পড়ে।

দক্ষিণ দমদম পুরসভা সূত্রে খবর, আন্ডারপাসটি কেএমডিএ তৈরি করেছে। জল জমলে তারাই জল সরানোর ব্যবস্থা করেন। তবে অতিবৃষ্টির সঙ্গে আশপাশের খাল জলে পরিপূর্ণ থাকায় জল জমে ছিল বলে জানানো হয়েছে।

English summary
Half of a bus is drowned in stagnant stagnant water in Patipukur underpass under South Dumdum municipality area, local rescued passengers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X