For Quick Alerts
For Daily Alerts
হলদিয়ার ক্ষুদিরাম স্মৃতি সংঘে দেখা যাবে পটচিত্রের রকমারি
৩১ তম বর্ষে হলদিয়ার ক্ষুদিরাম স্মৃতি সংঘের বছরের থিম পটচিত্রে পট পরিবর্তন। করোনা আবহে এ বছর পুজো অন্যরকমভাবে হচ্ছে। রাজ্য সরকারের নির্দেশ মেনে ক্ষুদিরাম স্মৃতি সংঘ তিনদিক খোলা মণ্ডপ তৈরি করেছে।

এই করোনা আবহের সময় যে সব পটশিল্পীরা রোজগারের সুযোগ পাননি, তাঁদের পটচিত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। মণ্ডপের ভেতর ও বাইরে রয়েছে স্যানিটাইজেশনের ব্যবস্থা। যামিনী রায় থেকে শুরু করে গোটা মণ্ডপেই দেখা যাবে বিভিন্ন শিল্পীর তৈরি ৬০০টিরও বেশি পটচিত্র এছাড়াও পটশিল্পরা মণ্ডপে থেকে গান করতে করতে পটশিল্প তৈরি করবেন।

Puja Special : হলদিয়া : ৩১ তম বর্ষে ক্ষুদিরাম স্মৃতি সংঘের থিম পটচিত্রে পট পরিবর্তন
তবে প্রতিমা একবারে সাবেকি। হাইকোর্টের রায় অনুযায়ী মণ্ডপে প্রবেস করতে পারবে না দর্শনার্থীরা। তবে তাঁরা চেষ্টা করছে অন্যভাবে যদি এই পুজো দেখার সুযোগ করে দিতে পারেন দর্শকদের।
ভয় নেই ভয়কে করো জয়, ভাবনা হাওড়া মিলনীর এ বছরের থিম