For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা রুখতে এবার সত্যজিতে ভরসা কলকাতা পুলিশের, গুপী-বাঘার সুরে চলল প্রচার

করোনা রুখতে এবার সত্যজিতে ভরসা কলকাতা পুলিশের, গুপী-বাঘার সুরে চলল প্রচার

  • |
Google Oneindia Bengali News

একদিকে যখন দেশে লাফিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তখন বিভিন্ন জায়গায় শক্ত হাতে লকডাউন কার্যকর করতে দেখা গেছে প্রশাসনকে। এদিকে গোটা রাজ্যে প্রায় ৮০ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা। তারমধ্যে কলকাতা থেকে রয়েছেন ১১ জন।

জনতা কার্ফুর দিনও একাধিক জায়গায় কঠোর পদক্ষেপ নিতে দেখা পুলিশকে

জনতা কার্ফুর দিনও একাধিক জায়গায় কঠোর পদক্ষেপ নিতে দেখা পুলিশকে

গত মাসে জনতা কার্ফুর দিন থেকেই কঠোর পদক্ষেপ নিতে দেখা যায় বিভিন্ন রাজ্যের পুলিশকে। বাদ যায়নি কলকাতা পুলিশও। এমনকী লকডাউনের প্রথম দিনেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর জন্য গ্রেফতার করা হয় প্রায় ৩০০ জনের কাছাকাছি মানুষকে।

লকডাউন কার্যকর করতে শুরু থেকেই বদ্ধপরিকর কলকাতা পুলিশ

লকডাউন কার্যকর করতে শুরু থেকেই বদ্ধপরিকর কলকাতা পুলিশ

অন্যদিকে একাধিক জেলায় পরিস্থিতি না বুঝে নির্বিচারে লাঠি চালানোরও অভিযোগ পুলিশের বিরুদ্ধে। যদিও কয়েক দিন গড়াতে না গড়াতেই ক্রমেই সুর নরম করতে দেখা যায় পুলিশকে। লাঠির বদলে এবার গানের সুরের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করতে দেখা যায় কলকাতা পুলিশ। গড়িয়াহাট থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় গানে বহুল প্রচারিক বাংলা গানের প্যারোডির মাধ্যমে সাধারণ মানুষকে ঘরে থাকার অনুরোধ করে কলকাতা পুলিশ।

সত্যজিতে ভরসা কলকাতা পুলিশের

সত্যজিতে ভরসা কলকাতা পুলিশের

এবার করোনার প্রাদুর্ভাব রুখতে সত্যজিতেও ভরসা রাখতে দেখা গেল কলকাতা পুলিশকে। এর কলকাতা পুলিশের গলায় অঞ্জন দত্তের বিখ্যাত বেলা বোসের প্যারিডও মনে ধরে শহরবাসীর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একাধিক ভিডিও। এবার সঙ্গী গুপি-বাঘা।

সাধুবাদ শহরের বিশিষ্টজনেদের

কলকাতা পুলিশের টুইটার হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে মুখোশ ও গ্লাভস পরে বেশ কয়েকজন কর্মকর্তাকে গুপী-বাঘার গানের সুরে বেশ কিছু গান গাইতে দেখা যায়। রবীন্দ্র সরোবর এলাকায় এই সচেতনতামূলক প্রচার চলার সময় অনেক স্থানীয় বাসিন্দা ও অনেক পুলিশ কর্মীকেই আবহ সংগীতের সঙ্গে হাততালি দিয়ে সঙ্গত দিতেও দেখা যায়। ইতিমধ্যে এই ভিডিওটিও মনে ধরেছে নেটিজেনদের। পাশাপাশি কলকাতা পুলিশের এই অভিনব প্রচারাভিযানকে সাধুবাদ জানিয়েছেন শহরের বিশিষ্টরাও।

English summary
gupi bagha preached by kolkata police to increas awareness of corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X