For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গান স্যালুটে রবীন্দ্রসদনে শেষ ‘‌আলবিদা’, কে কে–এর মরদেহ নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে পরিবার

গান স্যালুটে রবীন্দ্রসদনে শেষ ‘‌আলবিদা’, কে কে–এর মরদেহ নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে পরিবার

Google Oneindia Bengali News

মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চে কনসার্ট করতে এসে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ। জানা গিয়েছে, কনসার্টের পরই তিনি অসুস্থ বোধ করেন। এরপর শহরের এক পাঁচতারা হোটেলে ফিরে তিনি সিঁড়ি দিয়ে পড়ে যান এবং তাঁকে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গান স্যালুট

গান স্যালুট

বুধবার সকালেই কলকাতায় এসে পোঁছান কেকে-এর স্ত্রী ও পুত্র। এরপরই শিল্পীর দেহ ময়ানাতদন্তের জন্য এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা অনুযায়ী কেকে-এর মরদেহ নিয়ে আসা হয় রবীন্দ্রসদনে। রবীন্দ্র সদনে আসেন প্রয়াত শিল্পী কে কে-র স্ত্রী ও ছেলে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেন। এরপর রবীন্দ্রসদনে গান স্যালুটের মাধ্যমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় '‌আলবিদা'‌ জানানো হয় কেকে-কে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয় ও ফিরহাদ হাকিম।

বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা পরিবারের

বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা পরিবারের

বিকেল ৫টা ১৫-এর ফ্লাইটে মুম্বইয়ে ফিরে যাওয়ার কথা পরিবারের। তাই গান স্যালুটের পর কেকে-এর দেহ নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন পরিবার। সঙ্গে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক মন্ত্রী ও পুলিশ কর্তারা।

নজরুল মঞ্চে খারাপ ছিল এসি

নজরুল মঞ্চে খারাপ ছিল এসি

বলিউডে বহু প্লে-ব্যাক করেছেন কে কে। হিন্দি ছাড়াও বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, গুজরাতি, মারাঠী ভাষাতেও বহু গান গেয়েছেন। ইন্ডিয়ান পপ, রক মিউজিকে আলাদা করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন কে কে। মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠান করার সময়ই অসুস্থ বোধ করছিলেন, এরকম অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এমনই একটি ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে দরদর করে ঘামছেন কে কে। তোয়ালেতে মুখ মুছছেন শিল্পী। জানা যাচ্ছে একইসঙ্গে অডিটোরিয়ামের এসি কাজ করছিল না বলেও জানান কে কে। এছাড়া অডিটোরিয়ামে অতিরিক্ত ভিড় হয়ে যাওয়ার ফলে অনেক দর্শকদেরও শ্বাসকষ্ট হচ্ছিল বলে জানিয়েছেন বহুজন, যাঁরা গতকালের কনসার্টে ছিলেন।

 গ্র‌্যান্ড হোটেলে পুলিশ আধিকারিক

গ্র‌্যান্ড হোটেলে পুলিশ আধিকারিক

এদিন গ্র্যান্ড হোটেলে যান কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা ও ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। গ্র্যান্ড হোটেলের শিফট ম্যানেজার, হোটেল কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ। কে কে-র মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে নিউ মার্কেট থানায়।

দেখে নিন সঙ্গীতশিল্পী কেকের সেরা গানের তালিকাদেখে নিন সঙ্গীতশিল্পী কেকের সেরা গানের তালিকা

Recommended Video

গান স্যালুটে রবীন্দ্রসদনে শেষ ‘‌আলবিদা’, কে কে–এর মরদেহ নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে পরিবার

English summary
The late singer KK was gun salute before last rites at Rabindra sadan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X