For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে কাটতে চলেছে জট! আন্দোলনকারীদের পৌঁছে গেল আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র

শেষ পর্যন্ত এনআরএস-এর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছে গেল আমন্ত্রণপত্র। রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্রের স্বাক্ষর করাআমন্ত্রণপত্র পৌঁছয় এনআরএস-এর অধ্যক্ষের কাছে।

Google Oneindia Bengali News

শেষ পর্যন্ত এনআরএস-এর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছে গেল আমন্ত্রণপত্র। রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্রের স্বাক্ষর করা আমন্ত্রণপত্র পৌঁছয় এনআরএস-এর অধ্যক্ষের কাছে। পরে তা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছে যায়। যদিও চিঠি সংবাদমাধ্যমের উপস্থিতির বিষয়টি উল্লেখ নেই। বিষয়টি নিয়ে ফের জিবি বৈঠকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।

চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে কাটতে চলেছে জট! আন্দোলনকারীদের পৌঁছে গেল আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র

সোমবার সকালেও বৈঠক নিয়ে জটিলতা দেখা দেয়। আন্দোলনরত চিকিৎসকরা জানান, তাঁদের কাছে সরকারের কাছ থেকে আসেনি আমন্ত্রণ পত্র। ফলে বিষয়টি নিয়ে ভুল বার্তা দেওয়ার অভিযোগও করা হয় আন্দোলনরত চিকিৎসকদের তরফ থেকে। এরপর স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার কাছে আমন্ত্রণপত্র পাঠানোর অনুরোধ আসতে থাকে।

চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে কাটতে চলেছে জট! আন্দোলনকারীদের পৌঁছে গেল আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র

সূত্রের খবর অনুযায়ী, আমন্ত্রণপত্রে আন্দোলনরত চিকিৎসকদের কাছে সোমবার দুপুর তিনটেয় নবান্নে বৈঠকে যোগ দিতে অনুরোধ করা হয়। রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে দুজন করে প্রতিনিধি পাঠাতে অনুরোধ করা হয়। বলে হয় দুপুর তিনটেয় বৈঠক শুরু হবে।

জুনিয়র চিকিৎসকরা এদিন সকালে আমন্ত্রণ পত্র নিয়ে অভিযোগ জানানোর পর নবান্ন সূত্রে জানা গিয়েছিল, দুপুর ৩ টে থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত বৈঠকের জন্য সময় দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Govt sends invitation to the agitating doctors for meeting at Nabanna. The meeting will be held at 2.30 pm at Nabanna.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X