For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দোষীদের সাজা কমাতে সওয়াল করায় সরানো হল সরকারি আইনজীবী সর্বাণী রায়কে!

Google Oneindia Bengali News

কলকাতা, ১২ ডিসেম্বর : পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডে আইনজীবী সর্বাণী রায়। পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের সাজা ঘোষণার কয়েক ধন্টার মধ্যেই সরানো হল সরকারি আইনজীবী সর্বাণী রায়কে।

শুক্রবার উল্লেখযোগ্যভাবে নগর দায়রা আদালতে দোষী সাব্যস্ত হওয়া ৩ জনের জন্য সর্বনিম্ন শাস্তি চেয়ে সওয়াল করেন রাজ্য সরকারিপক্ষের উকিল। আর এতেই তৈরি হয় বিতর্ক। অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার। আর তাই তড়িঘড়ি সরকারি কৌশলির পদ থেকে তাকে সরানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

দোষীদের সাজা কমাতে সওয়াল করায় সরানো হল সরকারি আইনজীবী সর্বাণী রায়কে!

আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, সরকারি আইনজীবীকে সরকারের তরফে এধরণের কোনও নির্দেশ দেওয়া হয়নি। দোষীদের কি সাজা হবে তা ঠিক করেবেন বিচারক। তিনি ব্যক্তিগত ইচ্ছা সরকারের নামে চাপিয়েছেন। তিনি দোষীদের ন্যূনতম শাস্তির দাবি জানিয়ে অন্যায় করেছেন। সরকার এটা ভাল চোখে দেখছে না। তিনি সরকারি কৌশলি হিসাহে কাজ করার অধিকার হারিয়েছেন।

এই ঘটনায় মর্মাহত সর্বাণী রায়। সঙ্গে এই ঘটনায় খানিকটা বিরক্তও বটে। যদিও নিজের মন্তব্যে অনড় তিনি। একটি বাংলা টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেছেন তিনি। সর্বাণী রায়ের কথা, "রাজ্যপাল আমায় নিয়োগ করেছে, সরকার আমায় নিয়োগ করেনি। আজ যাঁরা আমার সমালোচনা করছেন, ৩ বছর আগে তাদের অবস্থানই অন্য ছিল।

পার্ক স্ট্রিট কাণ্ডের ধর্ষিতার বয়ানের প্রেক্ষিতেই আমি সওয়াল করেছি। যে তিনজন শাস্তি পেয়েছে তারা ধর্ষণের সঙ্গে সরাসরি যুক্তি নয়, তাই তাদের জন্য ন্যূনতম শাস্তির আবেদন জানিয়েছি। বাস্তবে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে।" [ পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ড : দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের]

পাশাপাশি তিনি এও বলেন, সরকার ক্ষুণ্ণ হলে তার কিছু এসে যায় না। যা ঠিক তিনি তাই করেছেন। একইসঙ্গে তাঁর কড়া প্রতিক্রিয়া, "আমি কোনও সরকারি প্যানেলে নেই। থাকার কোনও লালসাও আমার নেই। তাই এই নিয়ে সরকারের সঙ্গে আলোচনারও কোনও প্রশ্নই ওঠে না।"

এদিকে সর্বাণী রায়কে সরানো নিয়ে বিরোধীদের দাবি, একদিকে মুখ্যমন্ত্রী এই ৩ অপরাধীদের সারাজীবন জেলে দেখতে চাইছেন, এদিকে অন্যদিকে এই পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের আসল পাণ্ডাকে আড়াল করার চেষ্টা করছেন রাজ্য সরকারের এক মন্ত্রী। এ দ্বিচারিতা মুখ্যমন্ত্রীর স্বভাবসিদ্ধ। সরকারি কৌশুলি দোষীদের ন্যূনতম শাস্তির আবেদন করায় অস্বস্তিতে পড়েছে সরকার। তাই বিতর্ক এড়াতে তড়িঘড়ি সর্বাণী রায়কে সরানো হল। [পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ড : যে কারণে সর্বনিম্ন সাজা পেল তিন অভিযুক্ত]

English summary
Govt counsel Sarbani Roy against ‘extreme punishment’ to Park Street convicts, removed fron govt pannel
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X