For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আচমকাই বুকে ব্যথা, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ভর্তি হলেন এসএসকেএম হাসপাতালে

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শুক্রবার তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে।

Google Oneindia Bengali News

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শুক্রবার তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। এসএসকেএমের হাসপাতালে কার্ডিওলজি বিভাগে তাঁকে ভর্তি করা হয়েছে। এদিন সকালে আচমকাই তিনি বুকে ব্যথা অনুভব করেন। তখনই তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে।

আচমকাই বুকে ব্যথা, রাজ্যপাল ভর্তি এসএসকেএমে

প্রথমে বেলভিউ নার্সিংহোম নিয়ে যাওয়া হয়েছিল রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে। সেখানে তাঁর চেক-আপ করিয়ে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে তাঁকে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর পেয়েই রাজ্যপালের দ্রুত আরোগ্য কামনা করেছেন। নির্দেশ দিয়েছেন চিকিৎসকদের।

এসএসকেএমে ভর্তির পর তাঁর ইসিজি করা হয়। করা হয় ইকো কার্ডিওগ্রাফিও। কিন্তু সে অর্থে কোনও সমস্যা ধরা পড়েনি। অন্যান্য সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর ছেড়ে দেওয়া হয় রাজ্যপালকে। বিকেলেই তিনি হাসপাতাল থেকে রাজভবনে ফিরে আসেন। তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বছর খানেক আগেও তিনি একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তখন তিনি বিহারের রাজ্যপাল হিসেবে পাটনায় ছিলেন। ইএনটি সমস্যার কারমে তিনি শারীরিক সমস্যা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে ভর্তি করা হয়েছিল পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে।

এবার তিনি বুকে ব্যথা অনুভব করেন। কালক্ষেপ না করে সঙ্গে সঙ্গে তাঁকে বেলভিউ নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে আসা হয় এসএসকেএমে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন এসএসকেএমের চিকিৎসকরা। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

English summary
Governor of West Bengal is admitted in SSKM Hospital. He feels chest pain.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X