For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাস্তার ধারে উন্নয়নের ঠেলায় মানুষ যেন মারা না যায়! পঞ্চায়েত ভোটেও কটাক্ষ কেষ্টকে

অনুব্রত মণ্ডলের রাস্তার ধারে উন্নয়নকে এবার কটাক্ষ করলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। ত্রিপুরার রাজ্যপাল বলেন, ‘আশা করি পঞ্চায়েত নির্বাচন নির্বিঘ্নেই সম্পন্ন হবে রাজ্যে।

Google Oneindia Bengali News

অনুব্রত মণ্ডলের রাস্তার ধারে উন্নয়নকে এবার কটাক্ষ করলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। রবিবার কলকাতা প্রেস ক্লাবে ত্রিপুরার রাজ্যপাল বলেন, 'আশা করি পঞ্চায়েত নির্বাচন নির্বিঘ্নেই সম্পন্ন হবে রাজ্যে। উন্নয়নের ঠেলায় নিশ্চয় আর মানুষ মারা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। তা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, এটাই কাম্য।'

রাস্তার ধারে উন্নয়নের ঠেলায় মানুষ যেন মারা না যায়! পঞ্চায়েত ভোটেও কটাক্ষ কেষ্টকে

[আরও পড়ুন:রাত পোহালেই ভোট, শেষ মূহূর্তের প্রস্তুতির মাঝে নেই-ভোটের কাঁটা এক-তৃতীয়াংশে][আরও পড়ুন:রাত পোহালেই ভোট, শেষ মূহূর্তের প্রস্তুতির মাঝে নেই-ভোটের কাঁটা এক-তৃতীয়াংশে]

উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে যাওয়ার পরই মনোনয়ন পর্বে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, বিরোধীরা মনোনয়ন দিতে যাওয়ার সময়ে দেখবেন রাস্তার ধারে উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে। তারপর বীরভূম জেলায় লাগামহীন সন্ত্রাস হয়েছে। ফলে রক্ত ঝরেছে। বিরোধীরা মনোনয়ন করতে পারেনি বলে অভিযোগ।

এরপরই অনুব্রত মণ্ডলের রাস্তার উন্নয়ন নিয়ে দিকে দিকে চর্চা শুরু হয়েছে। বিরোধীরা যেমন কটাক্ষ করেছেন রাস্তার ধারের এই উন্নয়নকে, তেমনই কবে শঙ্খ ঘোষও তাঁর কবিতায় সমালোচনা করেছেন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা উন্নয়নকে। এবার ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ও রাস্তার ধারের উন্নয়নকে কটাক্ষ করলেন।

তিনি বলেন, 'পঞ্চায়েত নির্বাচনে ভোট পূর্ববর্তী যে হিংসা, সন্ত্রাস চলেছে, সেটা আদৌ কাম্য নয়। এই দুঃখজনক ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভোট শান্তিপূর্ণ হোক, রাস্তার উন্নয়নের ঠেলায় যাতে মানুষ মারা না যায়, সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে প্রশাসন ও কমিশনকে।'

[আরও পড়ুন:ভোট হলে বিনাশ নিশ্চিত তৃণমূলের, মুখ্যমন্ত্রী তাই নাটক করছেন! তীব্র কটাক্ষ বাবুলের][আরও পড়ুন:ভোট হলে বিনাশ নিশ্চিত তৃণমূলের, মুখ্যমন্ত্রী তাই নাটক করছেন! তীব্র কটাক্ষ বাবুলের]

English summary
Governor of Tripura Tathagata Roy criticizes Anubrata Mandal on Panchayat Election of West Bengal. He hopes Panchayat Election will be peaceful and fearless,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X