For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব আইন মান্য করা উচিত! ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে চান রাজ্যপাল, মুখ্যসচিব-ডিজির থেকে নিলেন তথ্য

মালদহ ও মুর্শিদাবাদে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব এলাকায় যেতে চান রাজ্যপাল।

  • |
Google Oneindia Bengali News

মালদহ ও মুর্শিদাবাদে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব এলাকায় যেতে চান রাজ্যপাল। এদিন মুখ্যসচিব এবং রাজ্যপুলিশের ডিজির সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। একইসঙ্গে তিনি বলেন, তিনি মনে করেন প্রশাসন তাঁকে যেতে দেবে। শান্তিরক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

মালদহ ও মুর্শিদাবাদের ঘটনায় ব্যথিত

মালদহ ও মুর্শিদাবাদের ঘটনায় ব্যথিত

আইনের বিরোধিতার নাম করে মালদহ ও মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, তাতে তিনি ব্যথিত বলে জানিয়েছেন রাজ্যপাল। না জেনেই কিছু মানুষ অশান্তি ছড়াচ্ছেন। বলেছেন রাজ্যপাল।

সফর করতে চান ক্ষতিগ্রস্ত এলাকা

সফর করতে চান ক্ষতিগ্রস্ত এলাকা

সম্প্রতি মালদহ এবং মুর্শিদাবাদে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের নাম করে বিভিন্ন জায়গায় ব্যাপক গণ্ডগোল হয়। একের পর রেল স্টেশনে ভাঙচুর করা হয়। ট্রেনে আগুন লাগানো হয়। রাজ্যপাল সেই সব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে চান বলে জানিয়েছেন। তাঁর আশা প্রশাসন তাঁকে যেতে দেবে।

ভারতের নাগরিক, আইন মান্য করা উচিত

ভারতের নাগরিক, আইন মান্য করা উচিত

সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল বলেন, সংসদে আইন পাশ হয়ে গিয়েছে। ভারতের নাগরিকদের এই আইন মান্য করা উচিত। আইনের বিরোধিতায় অশান্তি করা অপরাধ বলেও মন্তব্য করেন তিনি। শান্তি রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।

মুখ্যসচিব ও ডিজির থেকে তথ্য

মুখ্যসচিব ও ডিজির থেকে তথ্য

এদিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। পরে রাজ্যপাল সাংবাদিক সম্মেলনে জানান, মুখ্যসচিব এবং ডিজিপি তাঁকে তথ্য দিয়েছেন।

English summary
Governor Jagdeep Dhankhar wants to go to CAA opposing movement areas of West Bengal. He said, Indian Citizens have not to be fear.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X